/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/Siddhesh-Lad_.jpg)
মুম্বইয়ের জার্সিতে সিদ্ধেশ লাড (আইপিএল ওয়েবসাইট)
ডিসেম্বরের ১৯-এ কলকাতায় আইপিএলের নিলামের আগেই দল গুছিয়ে নিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল ট্রেডিংয়ে অন্যতম সক্রিয় দল মুম্বই। ডেডলাইনের ঠিক আগেই মুম্বই নিজের স্কোয়াডে আরও ঝাড়াই বাছাই করল। সিদ্ধেশ লাডকে কেকেআরে পাঠিয়ে দিল রোহিত শর্মার আইপিএল দল। শুক্রবারেই এই বিষয়ে কনফার্ম করে মুম্বই। মায়াঙ্ক আগারওয়ালের পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ট্রেডিংয়ে সিদ্ধেশকে অন্য দলে খেলতে পাঠাল চারবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।
২০১৫ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে রয়েছেন সিদ্ধেশ লাড। তবে টানা তিন বছর রিজার্ভ বেঞ্চ গরম করার পরে সিদ্ধেশের খেলার সুযোগ এসেছিল ২০১৯-এর আইপিএলে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বইয়ের প্রথম একাদশে নামানো হয়েছিল সিদ্ধেশকে। ঘটনাচক্রে, রোহিতের কোচ দীনেশ লাডেরই পুত্র সিদ্ধেশ।
NEWS????: @siddhesshlad is headed to @KKRiders following a successful trade by @mipaltan
Details - https://t.co/f6uCN8TxUopic.twitter.com/PeIRouLGM8
— IndianPremierLeague (@IPL) November 15, 2019
আরও পড়ুন ছাত্র রোহিতের চোটে স্বপ্নপূরণ পুত্র সিদ্ধেশের, দোলাচলে কোচ
প্রথম ম্যাচেই ১৩ বলে ১৫ রান করেছিলেন তিনি। নিজের কেরিয়ারে আইপিএলের প্রথম বলেই সটান ছক্কা হাকিয়েছিলেন উঠতি তারকা। মোহালিতে সেই ম্যাচ জিতে মাঠ ছেড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
বর্তমানে সৈয়দ মুস্তাক ট্রফিতে খেলতে ব্যস্ত সিদ্ধেশ। ফর্মেই রয়েছেন তিনি। মিজোরামের বিপক্ষে ১৩ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। পাশাপাশি পুদুচ্চেরির বিরুদ্ধে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে ৩৯ রানের ইনিংস খেলেছিলেন।
সবমিলিয়ে মুম্বইয়ের এই তারকা কেরিয়ারে ৩৮টি টি২০ খেলে ৬২৮ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ৮২ এবং স্ট্রাইক রেট ১২০। বোলার হিসেবে ১৮ উইকেট দখল করেছেন এখনও পর্যন্ত। ইকোনমি রেট ও স্ট্রাইক রেট যথাক্রমে ৭.০৬ এবং ১৬।