Nepal vs West Indies t20 series: নেপালে পাঁচ টি২০ ম্যাচের সিরিজ খেলতে হাজির হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-এ দল। ২৭ এপ্রিল সেই সিরিজ শুরু হয়ে চলবে ৪ মে পর্যন্ত। আর সেই সিরিজ শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে আয়োজক হিসাবে নেপালের ভূমিকা। সাহাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এক ভিডিও।
সেই ভিডিওয় দেখা যাচ্ছে বিমানবন্দরে অতিথি ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাগ পত্তর তোলা হচ্ছে 'ছোট ভ্যান' গাড়িতে। যে গাড়িকে চলতি ভাষায় বলা হয় 'ছোট হাতি'। তারপরেই আন্তর্জাতিক সিরিজ আয়োজনের দায়িত্ব পালন করার জন্য নেপালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অতিথি দলের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা বরাদ্দ না করার জন্য নেপাল ক্রিকেট সংস্থাকে একহাত নিয়েছেন নেটিজেনরা।
ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে আন্তর্জাতিক পেশাদার ক্যারিবিয়ান ক্রিকেটারদের লাগেজ বোঝাই করা হচ্ছে সেই ছোট ভ্যান-এ। তবে সমালোচনায় জর্জরিত নেপাল ক্রিকেট সংস্থার উদ্দেশ্যে পাশে থাকার বার্তা দিয়েছেন আইপিএল খেলতে ভারতে আসা তারকা।
পাঞ্জাব কিংস দলের জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, "নিশ্চিত করে বলতে পারি নেপাল ক্রিকেট নিজেদের সাধ্যমত সুযোগ-সুবিধার হাত বাড়িয়ে দেবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য। এতে ক্যারিবিয়ান ক্রিকেটাররা মোটেও অস্বাচ্ছন্দ্যবোধ করবে না।"
যাইহোক, ক্রিকেট ইতিহাসে এই প্ৰথমবার ওয়েস্ট ইন্ডিজের মত বিশ্বচ্যাম্পিয়ন দল নেপালে সিরিজ খেলতে হাজির হয়েছে। নামে এ দল হলেও আইপিএলে ব্যস্ত থাকা ক্যারিবিয়ান তারকারা বাদ দিয়ে বাকি সমস্ত প্ৰথমসারির তারকারা রয়েছেন এই এ দলে। কিমো পল, রস্টন চেজ, হেডেন ওয়ালশ, ওবেইড ম্যাকয়, ওশানে থমাসের মত আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখ এসেছেন নেপালে।