দুজনেই কিংবদন্তি, ঈশ্বরতুল্য। নিজেদের জগতে বিশ্বসেরা। লিওনেল মেসি আর শচীন রমেশ তেন্ডুলকর ফুটবল আর ক্রিকেট মাঠের শেষ কথা। শচীন কিছুদিন আগেই ফেব্রুয়ারিতে লরিয়েস স্পোর্টস আওয়ার্ড জিতেছেন। মেসি আবার ষষ্ঠবারের মত ব্যালন ডিওর জিতেছেন গত বছর। পাশাপাশি দুজনেই দশ নম্বর জার্সিতে মাঠ কাঁপান।
এই দুই কিংবদন্তির অসংখ্য গুণমুগ্ধ ভক্ত রয়েছেন। এই তালিকায় সাম্প্রতিক সংযোজন জাতীয় দলের একসময়ের তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
খলিজ টাইমসের সঙ্গে সম্প্রতি এক ফেসবুক চ্যাটে উত্তরপ্রদেশের এই তারকা জানিয়েছেন, তিনি মেসির অসম্ভব বড় ভক্ত। তিনি মেসিকে শচীনের সঙ্গেও তুলনা করে বসেন। রায়না জানান, ক্রিকেট ও ফুটবলের অসংখ্য মনি মানিক্যের মালিক হওয়া সত্ত্বেও বাস্তবে দুজনেই একদম মাটির মানুষ। এই বিনয়ী হওয়ার গুণেই দুজনে বাকিদের থেকে আলাদা।
রায়না জানান, "আমি মেসির বড় ফ্যান। ও একদমই মাটিতে পা রেখে চলা মানুষ। নিজেদের চারপাশের মানুষের যত্ন নেওয়ার বিষয়ে মেসি ও শচীন দুজনেই সমান। স্পোর্টসে বিনয়ী হওয়া ভীষণ ভাবেই প্রয়োজন।"
সেই সঙ্গে রায়না আরো বলেছেন, "কেউ নিজেদের জগতে একনম্বর হতেই পারে। তবে তাঁর ঐতিহ্য ধরে রাখাটাই আসল। প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানানো দরকার।"
পাশাপাশি রায়না আরো জানিয়েছেন, ২০১১ সালে দলের সিনিয়র মোস্ট মেম্বার হওয়ায় বকলমে দ্বিতীয় কোচের দায়িত্ব নিয়েছিলেন। সেই সঙ্গে পুরো স্কোয়াডের মেন্টরের ভূমিকাও পালন করেছিলেন লিটল মাস্টার। সেই বিশ্বকাপে ধোনির নেতৃত্বে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছর পর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। কেরিয়ারে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পান শচীনও।
রায়না বলছিলেন, "শচীনের বিষয় হলো সবসময়ই শান্ত থাকতে পারে। শচীনের জন্যই আমরা বিশ্বকাপ জিততে পেরেছিলাম। ও দলের প্রত্যেকের মধ্যে বিশ্বাস এনে দিয়েছিল যে আমরাও চ্যাম্পিয়ন হতে পারি। ও যেন দলের দ্বিতীয় কোচ ছিল।"