scorecardresearch

মৃত মা, বোনকে অশ্লীল খিস্তি পাক সমর্থকদের! পাকিস্তানে গিয়ে বেনজির হেনস্তার মুখে সাইমন ডুল

পাকিস্তানে গিয়ে মাকে নিয়ে গালি শুনতে হল বিখ্যাত কমেন্টেটর সাইমন ডুলকে

মৃত মা, বোনকে অশ্লীল খিস্তি পাক সমর্থকদের! পাকিস্তানে গিয়ে বেনজির হেনস্তার মুখে সাইমন ডুল

বাবর আজমের সমালোচনা করেছিলেন। তাতে যে এরকম ঘটনার সম্মুখীন হতে হবে তাঁকে, ভাবতেই পারেননি কিউই ধারাভাষ্যকার সাইমন ডুল। সরাসরি তাঁর মৃত মা এবং বোনকে নিয়ে অশ্লীল গালিগালাজ হজম করতে হল সাইমন ডুলকে।

সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর গালি হজম করে তা নিয়ে প্রকাশ্যে সরব হলেন ডুল। বলে দিলেন, “তোমাকে হতাশ করার জন্য দুঃখিত। এটা স্রেফ আমার ব্যক্তিগত মতামত ছিল। এর জন্যই আমি টাকা পেয়ে থাকি। তুমি যদি আমার সঙ্গে একমত না হও, কোনও সমস্যা নেই। তবে এই ভাষা প্রয়োগ কখনই ঠিক নয়। তাছাড়া আমার মা-ও প্রয়াত।” সাইমন ডুলের সহ-ধারাভাষ্যকার আলেক্স হার্টলে এবং সানা মীর-ও সমর্থন করেছেন গোটা বক্তব্যে।

পাকিস্তান সুপার লিগে গত মঙ্গলবার পেশোয়ার জালমির সঙ্গে ম্যাচ ছিল কোয়েত্তা গ্ল্যডিয়েটর্স-এর। সেই ম্যাচেই পেশোয়ার অধিনায়ক বাবর আজম শতরান করা সত্ত্বেও সমালোচনা করেন ডুল। বলে দেন, “শেষ কয়েক ওভারে বাউন্ডারি হাঁকানোর বদলে বাবর সিঙ্গলস নিয়ে খেলে গেল। এরপরেও যখন লম্বা ব্যাটিং লাইন আপ রয়েছে, তখন এরকম ঠিক হল না। পরিসংখ্যান খুব ভালো, শতরান ভালো। তবে সবার আগে দলকে অগ্রাধিকার দিতে হবে।”

বাবর যে দলের কথা না ভেবে স্রেফ নিজের শতরানের জন্যই খেলে গিয়েছেন, এমনটা বলার পর থেকেই সাইমন ডুলকে পাক সমর্থকদের হাতে সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত হতে হয়।

যাইহোক, সেই ম্যাচে বাবর আজম ৬৫ বলে ১১৫ করে যান। ১৫টি বাউন্ডারির পাশাপাশি তিনটে পেল্লায় ছক্কাও হাঁকান। গত কয়েক মাস ধরেই টি২০ ক্রিকেটে স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন পাক অধিনায়ক।

বাবরের দুর্ধর্ষ শতরান সত্ত্বেও বল হাতে পেশোয়ার হারাকিরি করে বসে। গ্ল্যাডিয়েটর্স ২৪১ রানের পাহাড়প্রমাণ টার্গেটও সফলভাবে চেজ করে যায়। গ্ল্যাডিয়েটর্স ওপেনার জেসন রয় ৬৩ বলে ১৪৫ করেন। ২০ বাউন্ডারি এবং ৫ ওভার বাউন্ডারিতে দলকে অবিশ্বাস্য ম্যাচে জিতিয়ে দেন।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Simon doull abused receives derogatory remark on mother after his comment on babar azam psl