scorecardresearch

হাসান আলির বউ-এ ‘বোল্ড’ কমেন্টেটর! কমেন্ট্রির সময়েই ছিটকে গেলেন, দেখুন চরম ভিডিও

পিএসএলে কমেন্ট করতে গিয়ে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন সাইমন ডুল

হাসান আলির বউ-এ ‘বোল্ড’ কমেন্টেটর! কমেন্ট্রির সময়েই ছিটকে গেলেন, দেখুন চরম ভিডিও

পিএসএলে ধারাভাষ্য করতে পাকিস্তানে গিয়ে বারবার বিতর্কের শিরোনাম হয়ে উঠছেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা সাইমন ডুল।

পেশোয়ার জালমি এবং কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্স ম্যাচে বাবর আজমের শ্লথ গতির ব্যাটিংয়ে সমালোচনা করে পাক সমর্থকদের ব্যাপক গালিগালাজের মুখে পড়েন ডুল। চরম হেনস্থার শিকার হয়ে কিউই কমেন্টেটর সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতায় শিকার করে নিয়েছেন।

আরও পড়ুন: মৃত মা, বোনকে অশ্লীল খিস্তি পাক সমর্থকদের! পাকিস্তানে গিয়ে বেনজির হেনস্তার মুখে সাইমন ডুল

এর মধ্যেই নতুন কারণে আলোচনায় উঠে এসেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ গতিতে ভাইরাল হওয়া এক ভিডিওয় হাসান আলির স্ত্রী সামিয়া আরজুর সৌন্দর্যের তারিফ করতে শোনা গিয়েছে তাঁকে। হাসান আলির দল ইসলামাবাদ ইউনাইটেডকে সমর্থন করতে স্টেডিয়ামে হাজির ছিলেন সামিয়া। তাঁকে দেখেই কার্যত কাত হয়ে গিয়েছেন সাইমন ডুল।

পিএসএলে হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল ইসলামাবাদ ইউনাইটেড এবং মুলতান সুলতানসের সঙ্গে। সেই ম্যাচে ইসলামাবাদ ১ বল বাকি থাকতে ২০৬ রান চেজ করে জিতে যায়। রুদ্ধশ্বাস জয়ের পরেই সাইমন ডুলকে অন-এয়ার বলতে শোনা যায়, “উনি ( সামিয়া) জিতিয়ে দিলেন। বেশ কিছু হৃদয়ও জিতেছেন, আমার বিশ্বাস। অসাধারণ, দুর্ধর্ষ এবং এই জয়।”

ডুলের ধারাভাষ্য শুনে হেসে ওঠেন তাঁর সহ-কমেন্টেটররা। যদিও নেটিজেনদের একাংশ ডুলের এই কীর্তিতে মোটেই আহ্লাদিত নন। একহাত নিয়েছেন তাঁরা কিউই ক্রিকেটারকে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Simon doull gets awestruck psl commentary hasan ali wife