সোমবার ডব্লিউটি-র (উইমেন’স টেনিস অ্যাসোসিয়েশন) প্রকাশিত র্যাঙ্কিংয়ে একেই রয়ে গেলেন রোমানিয়ার সিমোনা হালেপ। দু’নম্বরে ডেনমার্কের ক্যারোলিনা ওজনিয়াকি। হালেপ চলতি বছর ফরাসি ওপেন জিতেছেন। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেও ক্যারোলিনার কাছে হারেন।
তবে এবার যাঁর র্যাঙ্কিংয়ের দিকে চোখ ছিল সবার, সেই নাওমি ওসাকা ১২ ধাপ এগিয়ে এলেন সাত নম্বরে। শনিবার সেরেনা উইলিয়ামসকে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন ওসাকা। প্রথম জাপানি খেলোয়াড় হিসেবে মেজর খেতাব জেতার নজির গড়লেন তিনি। ছ’বারের যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন সেরেনার বিরুদ্ধে ফাইনালে নেমেছিলেন জাপানি তারকা ওসাকা। সেরেনাকে ২৪ তম গ্র্যান্ড স্লাম খেতাব জিততে দেননি তিনি। ফ্লাশিং মিডোয় আলো জ্বেলেছেন ৬-২, ৬-৪ সেটে ম্যাচ জিতে নেন ওসাকা অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্লোনি স্টিফেন্স ছ’ধাপ নেমে ন’নম্বরে এসেছেন। যুক্তরাষ্ট্র ওপেনের শেষ আটে আনাসতাসিজা সেভাস্তোভার কাছে হারেন তিনি।
আরও পড়ুন: কে এই নাওমি ওসাকা? নয়া যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়নের সম্বন্ধে কিছু তথ্য়
এই মুহূর্তে টেনিস র্যাঙ্কিংয়ের প্রথম ১০ মহিলা খেলোয়াড়:
১) সিমোনা হালেপ (রোমানিয়া) ৮,০৬১ পয়েন্ট
২) ক্যারোলিন ওজনিয়াকি (ডেনমার্ক) ৫,৯৭৫ পয়েন্ট
৩) অ্যাঞ্জেলিক কের্বার (জার্মানি) ৫,৪২৫ পয়েন্ট
৪) ক্যারোলিন গ্রেসিয়া (ফ্রান্স) ৪, ৭২৫ পয়েন্ট
৫) পেট্রা কিটোভা (চেক প্রজাতন্ত্র) ৪,৫৮৫ পয়েন্ট
৬) এলিনা সিতোলিনা (ইউক্রেন) ৪,৫৫৫ পয়েন্ট
৭) নাওমি ওসাকা (জাপান) ৪,১১৫ পয়েন্ট
৮) ক্যারোলিনা প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র) ৪,১০৫ পয়েন্ট
৯) স্লোয়ানি স্টিফেন্স (মার্কিন যুক্তরাষ্ট্র) ৩, ৯১২ পয়েন্ট
১০) জেলেনা ওস্টাপেনকো (লাটভিয়া) ৩, ৭৮৭ পয়েন্ট