ভিডিও: বেসবলের আসরে বাইলস, ব্যাকফ্লিপে মাতালেন 'জিমন্য়াস্টিক কুইন'

মার্কিন মুলুকে ফের শুরু হয়েছে ওয়ার্ল্ড সিরিজ। মেজর লিগ বাস্কেটবল (এমএলবি) আয়োজিত এই বার্ষিক টুর্নামেন্টের দ্বিতীয় দিনে অতিথি হিসাবে হাজির ছিলেন সিমোন বাইলস।

মার্কিন মুলুকে ফের শুরু হয়েছে ওয়ার্ল্ড সিরিজ। মেজর লিগ বাস্কেটবল (এমএলবি) আয়োজিত এই বার্ষিক টুর্নামেন্টের দ্বিতীয় দিনে অতিথি হিসাবে হাজির ছিলেন সিমোন বাইলস।

author-image
IE Bangla Web Desk
New Update
Simone Biles backflip at baseball

বেসবলের আসরে বাইলস, ব্যাকফ্লিপে মাতালেন 'জিমন্য়াস্টিক কুইন' (অলঙ্করণ: অভিজিত বিশ্বাস)

মার্কিন মুলুকে ফের শুরু হয়েছে ওয়ার্ল্ড সিরিজ। মেজর লিগ বাস্কেটবল (এমএলবি) আয়োজিত এই বার্ষিক টুর্নামেন্টের দ্বিতীয় দিনে অতিথি হিসাবে হাজির ছিলেন সিমোন বাইলস। হাউস্টনের মিনিট মেড পার্কে ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় ম্য়াচে পাওয়া গেল জিমন্য়াস্টিক কুইনকে।

Advertisment

ওহিওর বছর বাইশের বাসিন্দা গ্য়ালারি মাতালেন অসাধারণ টার্নিং ব্যাকফ্লিপে। এই ভিডিও প্রকাশ্য়ে আসতেই নেটিজেনরা বাইলসে মজেছেন ফের একবার। বেসবলে দীর্ঘদিনের রীতি 'সেরেমোনিয়াল ফার্স্ট পিচ'। আমন্ত্রিত অতিথি বল ছুঁড়েই খেলার শুভারম্ভ করেন। বাইলসকে সেজন্য়ই আমন্ত্রণ জানিয়েছিল এমএলবি। আর এখানে এসেই নিজের চেনা অবতারে চমকে দিয়েছেন বাইলস।

আরও পড়ুন: জিমন্য়াস্টিকসে ইতিহাস লিখলেন এই খেলার রানি সিমোন বাইলস

Advertisment

গত অক্টোবরেই বাইলস জিমন্য়াস্টিকে ফের একবার ইতিহাস লিখেছিলেন। বিশ্ব জিমন্য়াস্টিকস চ্য়াম্পিয়নশিপে ২১ তম পদক (কেরিয়ারের ১৫ নম্বর স্বর্ণপদক) ছিনিয়ে রাশিয়ার সেতলানা খোরকিনাকে টপকে যান।

বাইলস দুর্দান্ত ফার্স্ট পিচ শট নিয়েছিলেন। তার আগেই তিনি বলেছিলেন, "জিমন্য়াস্টিক ছাড়া আরও কোনও স্পোর্টস আমি করিনি। ফলে অন্য কোনও স্পোর্টসের কথা ভাবলেই ভয় পেয়ে যাই। কিন্তু আমি আশাবদী যে, সেলিব্রিটিদের ব্য়র্থ হব না।"

বাইলস কিন্তু এই প্রথমবার  ফার্স্ট পিচে অংশ নিলেন না। এর আগে ২০১৬ রিও অলিম্পিকেও তিনি অ্যাস্ট্রো গেমসে একই কাজ করেছিলেন। বাইলস এখন আগামী বছর টোকিও অলিম্পিকের জন্য় প্রস্তুতি নিচ্ছেন। এখনই বলে দেওয়া যায়, ফের একবার ইতিহাস লিখবেন তিনি।