সিমোন বাইলস ফের একবার বুঝিয়ে দিলেন কেন তাঁকে জিমন্য়াস্টিকের রানি বলা হয়। গত মঙ্গলবার ২২ বছরের কলম্বিয়ান বিশ্ব জিমন্য়াস্টিকস চ্য়াম্পিয়নশিপে ২১ তম পদক (কেরিয়ারের ১৫ নম্বর স্বর্ণপদক) ছিনিয়ে নিলেন। তৈরি করলেন নতুন ইতিহাস।
এর আগে এই আসরে সবচেয়ে বেশি পদক পাওয়ার নজির ছিল রাশিয়ার সেতলানা খোরকিনার। তিনি পেয়েছিলেন ২০টি পদক। অ্যাথলেটিকসের দুনিয়ায় পুরুষ ও মহিলা মিলিয়ে সর্বাধিক ২৩টি পদক জয়ের রেকর্ড আছে বেলারুসের ভিটালি স্কারবোর। বাইলসের প্রয়োজন আর তিনটি পদক। তাহলে তিনিই পৌঁছে যাবেন মগডালে। ঘটনা চক্রে বাইলসের ইউএসএ মহিলাদের অল-রাউন্ড খেতাবও ধরে রাখল।
আরও পড়ুন: VAR-এর প্লাগ খুলে মোবাইলে চার্জ দিলেন মাঠের কর্মী, সাক্ষী থাকল সৌদি প্রিমিয়র লিগ
জার্মানির স্টুটগার্টে ইতিহাস লিখেও বাইলস দলের কথাই বলছেন। ইউএসএ টিম ১৭২. ৩৩০ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় স্থানে থাকা রাশিয়াকে ৫.৮০১ পয়েন্টে হারিয়েছে। অলিম্পিক বা বিশ্ব চ্য়াম্পিয়নশিপ মিলিয়ে মার্কিনি দলের এটি টানা সপ্তম পদক। বাইলস বলছেন, " প্রতি বছর অনুভূতিটা আরও ভাল হয়। কারণ আমরা একটা উত্তরাধিকারে অবদান রাখছি। আমি কখনই রেকর্ডের কছা ভাবি না। আমি অংশ নিই, যেটা করতে এসেছি, সেটা করেই চলে যাই। আর পুরোটাই দেশের জন্য়।"