Sir Donald George Bradman Google Doodle: ক্রিকেটের ডনকে শ্রদ্ধার্ঘ গুগলের
বাইশ গজের ডন স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যানকে তাঁর ১১০ তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ জানাল গুগল। ডুডলে ব্র্যাডম্যানের একটা স্ট্রোককে অ্যানিমেশনে দেখানো হয়েছে।
বাইশ গজের ডন স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যানকে তাঁর ১১০ তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ জানাল গুগল। ডুডলে ব্র্যাডম্যানের একটা স্ট্রোককে অ্যানিমেশনে দেখানো হয়েছে।
Sir Donald George Bradman Google Doodle: ক্রিকেটের ডনকে শ্রদ্ধার্ঘ গুগলের
Sir Donald George Bradman’s 110th birthday: বাইশ গজের ডন স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যানকে তাঁর ১১০ তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ জানাল গুগল। ডুডলে ব্র্যাডম্যানের একটা স্ট্রোককে অ্যানিমেশনে দেখানো হয়েছে। ১৯০৮ সালের ২৭ অগাস্ট অস্ট্রেলিয়ার কুটামুনড্রায় জন্মগ্রহণ করেন ব্র্যাডম্যান। সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবেই ক্রিকেটের ইতিহাসে বর্ণিত তিনি। আজও ক্রিকেটের ‘দ্য ডন’ হিসেবেই পূজিত হন তিনি।
অসাধারণ কেরিয়ারে ব্র্যাডম্যানের ১২টি টেস্ট দ্বি-শতরান রয়েছে। তাঁর সর্বোচ্চ স্কোর ৩৩৪। এসেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। ঘরোয়া ক্রিকেটেও তাঁর পরিসংখ্যান চমকে দেওয়ার মতো। ৯৫.১৪ এর গড়ে ২৮,০৬৭ রান করেছিলেন তিনি। ১১৭টি সেঞ্চুরি রয়েছে তাঁর। একবার ব্যক্তিগত ৪৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। জীবনের শেষ ইনিংসে ব্র্যাডম্যানের দরকার ছিল চার রান। তাহলেই ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে তাঁর ব্যাটিং গড় হয়ে যেত ১০০। কিন্তু রানের খাতা খুলতে ব্যর্থ হন সেই ইনিংসে। এরিক হলিসের লেগ স্পিনে শূন্য রানে ফিরে যান তিনি। অবেশেষে ৯৯.৯৪ এর গড়ে কেরিয়ার থামে তাঁর।
Advertisment
দেখে নেওয়া যাক এখনও যে রেকর্ডগুলি অক্ষত রয়েছে ব্র্যাডম্যানের
* সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ব্যাটিং গড় (নৃন্যতম ১৫ ইনিংসে) ৯৯.৯৪
* ব্রায়ান লারার সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক ট্রিপল সেঞ্চুরি (২টি)
* একমাত্র টেস্ট ব্যাটসম্যান যিনি কোনও একক দলের বিরুদ্ধে ৫০০০-এর বেশি রান করেছেন (৫,০২৮, ইংল্যান্ডের বিরুদ্ধে)
* একটি টেস্ট সিরজে সাতের বেশিবার ৫০০-র উপর রান করেছেন তিনি। (লারার সঙ্গে যুগ্মভাবে)