কে হবেন বিরাটদের পরবর্তী হেড কোচ? বিসিসিআই দিল ছ'জনের তালিকা

ভারতীয় দলের হেড কোচের জন্য় রবি শাস্ত্রী সহ ছ'জনের নাম শর্ট-লিস্ট করল বিসিসিআই। বাকি পাঁচজন হলেন নিউজিল্য়ান্ডের প্রাক্তন  মাইক হেসন, টম মুডি, ফিল সিমন্স, লালচাঁদ রাজপুত ও রবিন সিং।এমনটাই রিপোর্ট সংবাদসংস্থা পিটিআই-এর।

ভারতীয় দলের হেড কোচের জন্য় রবি শাস্ত্রী সহ ছ'জনের নাম শর্ট-লিস্ট করল বিসিসিআই। বাকি পাঁচজন হলেন নিউজিল্য়ান্ডের প্রাক্তন  মাইক হেসন, টম মুডি, ফিল সিমন্স, লালচাঁদ রাজপুত ও রবিন সিং।এমনটাই রিপোর্ট সংবাদসংস্থা পিটিআই-এর।

author-image
IE Bangla Web Desk
New Update
Six candidates short-listed for India’s head coach

কে হবেন বিরাটদের পরবর্তী হেড কোচ? বিসিসিআই দিল ছ'জনের তালিকা (টুইটার)

ভারতীয় দলের হেড কোচের জন্য় রবি শাস্ত্রী সহ ছ'জনের নাম শর্ট-লিস্ট করল বিসিসিআই। বাকি পাঁচজন হলেন নিউজিল্য়ান্ডের প্রাক্তন  মাইক হেসন, টম মুডি, ফিল সিমন্স, লালচাঁদ রাজপুত ও রবিন সিং।এমনটাই রিপোর্ট সংবাদসংস্থা পিটিআই-এর।

Advertisment

মাইক হেসন অতীতে নিউজিল্য়ান্ডের কোচ হিসেবে সফল ভাবে কাজ করেছেন। টম মুডি ছিলেন শ্রীলঙ্কার দায়িত্বে। ফিল সিমন্সকে আফগানিস্তান হেড কোচ করে নিয়ে এসেছিল। লালচাঁদ রাজপুত অতীতেও ভারতীয় দলের কোচ হিসেবে ছিলেন। রবিন সিংকে ফিল্ডিং কোচ হিসেবে দেখা গিয়েছে আগে।

আরও পড়ুন: চাকরির জন্য় শাস্ত্রীকে নতুন করে বোর্ডের কাছে আবেদন করতে হবে

Advertisment

কপিল দেবের নেতৃত্বাধীন বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির (সিএসি) কাছে তাঁরা একটি প্রেজেন্টেশন দেবেন। চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে চূড়ান্ত নাম ঘোষণা করে বিসিসিআই। যিনি আগামী দিনে বিরাট কোহলিদের দায়িত্ব সামলাবেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে শাস্ত্রীকেই ভারতীয় দলের কোচ হিসেবে রেখে দেওয়ার কথা শুনিয়ে যান তিনি।

২০১৭ সালে ভারতীয় দলের হেড কোচ পদে নিযুক্ত হন শাস্ত্রী। অনিল কুম্বলের জুতোয় পা গলান তিনি। শাস্ত্রীর কোচিংয়ে ভারত একটিও আইসিসি-র মেজর ইভেন্ট জিততে পারেনি। কিন্তু তাঁর কোচিংয়েই বিরাট অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল।

Virat Kohli BCCI