Pakistan Cricket Team: ২ বছরে ৬ নম্বর কোচ! RCB কোচকেই এবার বাবর-আফ্রিদিদের দায়িত্বে আনল PCB

Mike Hesson Pakistan coach: ২০২৩ সালের পর থেকে ৫ বার কোচ পাল্টেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে কোনওভাবেই সাফল্য পাচ্ছে না পাকিস্তান। ODI বিশ্বকাপ, T20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, নিউজিল্যান্ড সফরে মুখ থুবড়ে পড়ে বাবররা।

Mike Hesson Pakistan coach: ২০২৩ সালের পর থেকে ৫ বার কোচ পাল্টেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে কোনওভাবেই সাফল্য পাচ্ছে না পাকিস্তান। ODI বিশ্বকাপ, T20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, নিউজিল্যান্ড সফরে মুখ থুবড়ে পড়ে বাবররা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistan Cricket Team: পাকিস্তান ক্রিকেট টিম

Pakistan Cricket Team: পাকিস্তান ক্রিকেট টিম। Photograph: (ছবি- টুইটার)

Pakistan cricket new coach 2025: ফের নয়া কোচ পেলেন বাবর আজম-শাহিন আফ্রিদিরা। গত ২ বছরে এই নিয়ে ৫ বার কোচ বদল পাকিস্তান ক্রিকেট টিমের (Pakistan Cricket Team)। ২০২৩ সালের পর থেকে ৫ বার কোচ পাল্টেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। তবে কোনওভাবেই সাফল্য পাচ্ছে না পাকিস্তান। ক্রিকেট বিশ্বকাপ, T20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, নিউজিল্যান্ড সফরে মুখ থুবড়ে পড়ে বাবররা। তাই ফের কোচ বদল করল পাকিস্তান। এবার নিউজিল্যান্ডের প্রাক্তন কোচকেই দায়িত্বে আনল পিসিবি। ৪ বছর বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেও কোচিং করিয়েছেন তিনি।

Advertisment

মঙ্গলবার সীমিত ওভারের ক্রিকেটের জন্য নিউজিল্যান্ডের মাইক হেসনকে (Mike Hesson) কোচের দায়িত্ব দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি জানিয়েছে পিএসএল (PSL) শেষ হওয়ার একদিন পর ২৬ মে হেসন টিমের দায়িত্ব নেবেন। পাকিস্তান ক্রিকেট টিমের কোচের পদের জন্য হেসন প্রবল দাবিদার ছিলেন বলে পিসিবি সূত্রে খবর।

এবছর ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লজ্জাজনক পারফর্ম করেছে পাকিস্তান। তার পরই কোচ বদলের সিদ্ধান্ত নেয় পিসিবি। মোট ৭ জন এই পদের দাবিদার ছিলেন। হেসন বর্তমানে পিএসএল টিম ইসলামাবাদ ইউনাইটেডের হেড কোচি হিসাবে নিযুক্ত। এরা গতবারের চ্যাম্পিয়ন। এর আগে আইপিএল-এও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে হেসনের। পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচিং করিয়েছেন হেসন। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, হেসন যথেষ্ট অভিজ্ঞ কোচ। তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তাই তাঁর উপরই ভরসা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন ক্রিকেটও ভারত-পাক সংঘর্ষ! BCCI-কে টেক্কা দিতে মোক্ষম চাল পাকিস্তানের

Advertisment

নাকভি বলেছেন, আমরা পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটের ভবিষ্যতের জন্য হেসনের ভূমিকা নিয়ে উৎসুক রয়েছি। বলে রাখা ভাল, হেসন ২০২৩ সালের পর পাকিস্তানের ৬ নম্বর কোচ হিসাবে দায়িত্ব পেলেন। এর আগে গ্রান্ট ব্র্যাডবার্ন, মিকি আর্থার, সাইমন হেলমেট, গ্যারি কার্স্টেন এবং জেসন গিলেসপিও পাকিস্তানের কোচের দায়িত্ব সামলেছেন। এঁরা প্রত্যেকেই চুক্তির মাঝপথেই ইস্তফা দেন। হেলমেট ২০২৩ সালের শুরুতে অস্ট্রেলিয়া সিরিজের জন্য হাই পারফরম্যান্স কোচ ছিলেন।

আরও পড়ুন ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে বিরাটকে নিয়ে বড় মন্তব্য আফ্রিদির, বললেন...

বাকি কোচরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাজকর্মে রাগেই ইস্তফা দেন। যাঁর মধ্যে কার্স্টেন এবং গিলেসপি এখনও বকেয়া বেতন পাননি। পিসিবি বার বার টিমের সাপোর্ট স্টাফদের পাল্টেছে যার মধ্যে হেড কোচও শামিল রয়েছেন। পাকিস্তানের তারকা ক্রিকেটার সাকলিন মুস্তাক, মহম্মদ হাফিজ এবং আকিব জাভেদরাও পাকিস্তানের জাতীয় ক্রিকেট টিমের ডিরেক্টর বা হেড কোচের দায়িত্বে ছিলেন, কিন্তু সাফল্য পাননি। পিসিবি আকিব জাভেদকে অন্তর্বর্তী কোচের দায়িত্ব থেকে সরিয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির নয়া ডিরেক্টর নিযুক্ত করেছে।

Pakistan Cricket Team Pakistan Cricket Board (PCB) PSL