Pat Cummins ruled out: অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড কার্যত জানিয়েই যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কামিন্সের অংশগ্রহণ করা 'প্রায় অসম্ভব'। ফলে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার দাবিদার আপাতত ট্র্যাভিস হেড বা স্টিভেন স্মিথের। "প্যাট কামিন্স এখনও বোলিং অনুশীলন শুরু করেনি। তাই ওঁর খেলা প্রায় অসম্ভব," ম্যাকডোনাল্ড SEN-কে জানিয়ে দিয়েছেন।
"যখন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল গঠন করছিলাম স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড—এই দু’জনের সঙ্গেই আমাদের আলোচনা হয়েছে। প্যাট দেশে ফিরে গিয়েছে। এই দু’জনের মধ্যে থেকেই অধিনায়ক নির্বাচন করা হবে।" গোড়ালির চোট এবং তার দ্বিতীয় সন্তানের জন্মের কারণে কামিন্স শ্রীলঙ্কার বিপক্ষে চলতি দুই ম্যাচের টেস্ট সিরিজের খেলছেন না। স্মিথ নেতৃত্বের দায়িত্ব পালন করছেন। অস্ট্রেলিয়া প্রথম টেস্টে গলে শ্রীলঙ্কাকে এক ইনিংস ও ২৪২ রানে হারিয়ে সিরিজের লিড নিয়েছে।
"এরা দু’জনই অধিনায়কত্বের জন্য উপযুক্ত। স্টিভ প্রথম টেস্টে অসাধারণ কাজ করেছে। ওয়ানডে ক্রিকেটে অতীতেও ও ভালো নেতৃত্ব দিয়েছেন। তাই এই দু’জনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে," ম্যাকডোনাল্ড বলেন। "কিন্তু, যেমনটা বললাম, প্যাটের খেলার সম্ভাবনা খুবই কম, যা কিছুটা হতাশারও বিষয়। পাশাপাশি জশ হ্যাজলউডও চোটের সঙ্গে লড়াই করছে। আগামী কয়েক দিনের মধ্যে মেডিকেল রিপোর্ট আসবে, তারপরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব এবং সবাইকে জানাব," তিনি যোগ করেন।
হ্যাজলউড বর্ডার-গাভাস্কার ট্রফির সময় চোট পেয়েছিলেন। অস্ট্রেলিয়া ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কামিন্স ও হ্যাজলউডকে অন্তর্ভুক্ত করে দল ঘোষণা করেছিল। তবে নিয়ম অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দলে পরিবর্তন আনা যেতে পারে।
স্কোয়াড: অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, ম্যাথিউ শর্ট, স্টিভেন স্মিথ, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান এলিস, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা