Advertisment

এমএস ধোনির পাশেই স্মৃতি ইরানি, দস্তানা বিতর্কে তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ঝড়

ভারতের টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ধোনি। এই রেজিমেন্টের প্রতীকচিহ্নেই রয়েছে ছুরি।সেটাই দেখা গিয়েছে ধোনির গ্লাভসে।

author-image
IE Bangla Web Desk
New Update
Smriti Irani shows solidarity with Indian Army's Special Forces amid MS Dhoni gloves row

এমএস ধোনির পাশেই স্মৃতি ইরানি, দস্তানা বিতর্কে তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ঝড়

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর থেকেই খবরের শিরোনামে মহেন্দ্র সিং ধোনি। সম্পূর্ণ অন্য কারণে আলোচনায় মাহি। ঘটনাচক্রে সাউথহ্যাম্পটনে প্রোটিয়াদের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে ধোনির সবুজ উইকেট-কিপিং দস্তানায় দেখা গিয়েছিল দুটি ছুরি সম্বলিত একটি লোগো, যা দেখে মনে হচ্ছিল সেনাবাহিনীর কোনো ধরনের প্রতীকই ব্যবহার করছেন মাহি। সোশাল মিডিয়ায় ধোনির দেশপ্রেমে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা।

Advertisment

কিন্তু বিশেষ‘বলিদান’ চিহ্ন দেওয়া গ্লাভসকে ঘিরেই বিতর্ক দানা বাঁধে। বোর্ড বনাম আইসিসি-র মধ্যে শুরু হয়ে যায় বাদানুবাদও। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বোর্ডকে জানিয়ে দিয়েছে, “আইসিসির কোনো ইভেন্টের নিয়মানুযায়ী, কোনোরকম পোশাক অথবা সরঞ্জামের ওপর কোনো ব্যক্তিগত বার্তা অথবা লোগো প্রদর্শন করার অনুমতি নেই। এছাড়াও উইকেটকিপারের গ্লাভসে কী কী থাকতে পারে, সেই নিয়মও লঙ্ঘন করছে এই লোগো।”নিয়ম অনুযায়ী উইকেট-কিপিং গ্লাভসে স্রেফ একজন স্পনসরের লোগোই থাকতে পারে। আর এরপরেই সোশালে সবাই আইসিসি-র তুলোধনা শুরু করে দেয়।

আরও পড়ুন: আইসিসির ভ্রূকুটি, গ্লাভসে ‘বলিদান’ চিহ্ন রাখতে পারবেন না ধোনি

ভারতের টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ধোনি। এই রেজিমেন্টের প্রতীকচিহ্নেই রয়েছে ছুরি।সেটাই দেখা গিয়েছে ধোনির গ্লাভসে। এবার ধোনি পাশে পেলেন দেশের মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানিকে। শনিবার তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকউন্ট থেকে প্যারা কমান্ডোর বিশেষ বলিদান’ চিহ্ন সম্বলিত একটি পোস্ট ও বার্তা শেয়ার করেন।

MS DHONI
Advertisment