/indian-express-bangla/media/media_files/2025/06/27/smriti-mandhana-2025-06-27-15-39-40.jpg)
ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা
Smriti Mandhana: ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Cricket Team) সুপারস্টার স্মৃতি মান্ধানাকে চেনেন না, এমন সমর্থক বোধহয় খুব কমই রয়েছেন। তবে শুধুমাত্র ক্রিকেট মাঠেই নয়, মাঠের বাইরেও তাঁর জনপ্রিয়তা একেবারে আকাশছোঁয়া। আর সেকারণেই তাঁকে নিয়ে গুগলের সার্চ তালিকায় তিনি একটা সময় এক নম্বরে ছিলেন। মোট সম্পত্তির পরিমাণ, বয়ফ্রেন্ড, পড়াশোনা, পারিবারিক ব্যাকগ্রাউন্ড -- কী ছিল না সেই তল্লাশির তালিকায়? কিন্তু, সম্প্রতি স্মৃতি মান্ধানার ব্যাপারে এমন ৫ নয়া তথ্য বেরিয়ে এসেছে, যা হয়ত আপনারা আগে কখনও শোনেননি। আসুন, তাহলে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
১. কীভাবে শুরু ক্রিকেটের?
মাত্র ৯ বছর বয়সে মহারাষ্ট্রের অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পেয়েছিলেন স্মৃতি মান্ধানা। আর ১১ বছর বয়স হতে না হতেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে এক্ষেত্রে তাঁর পরিবার, বিশেষ করে বাবা এবং ভাই, যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।
২. ডবল সেঞ্চুরি
স্মৃতিই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেছেন। পশ্চিমাঞ্চল অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে গুজরাটের বিরুদ্ধে তিনি ১৫০ বলে ২২৪ রানে অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন।
৩. ওয়ানডে ডেবিউ
২০১৩ সালে মাত্র ১৭ বছর বয়সে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে ডেবিউ করেন স্মৃতি মান্ধানা। প্রথম ম্য়াচে তিনি ৩৬ বলে ৩৯ রান করেছিল। ওই ম্য়াচে টিম ইন্ডিয়ার হয়ে সবথেকে বেশি রান তিনিই করেছিলেন। এরপর থেকে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। ভারতীয় ক্রিকেট দলের হয়ে তিনি ধারাবাহিকভাবে পারফরম্য়ান্স করে যাচ্ছেন।
৪. দ্রুততম হাফসেঞ্চুরি
মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি করার নজির স্মৃতি মান্ধানার দখলেই রয়েছে। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিনি মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি পূরণ করেছিলেন।
Ira Jadhav-Smriti Mandhana: মান্ধানাকে স্মৃতিতে পাঠালেন ইরা, ভাঙলেন ৩৪৬ রানের রেকর্ড
৫. আন্তর্জাতিক স্বীকৃতি
২০১৮ এবং ২০১৯ সালে স্মৃতি মান্ধানার নাম বর্ষসেরা মহিলা টি-২০ ক্রিকেটার হিসাবে ঘোষণা করেছিল আইসিসি। ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে স্মৃতি এই সম্মান গ্রহণ করেছেন। আইসিসি-র এই স্বীকৃতি যে ভারতীয় ক্রিকেটের মুকুটে এক নয়া পালক যোগ করেছে, তা বলা যেতেই পারে।