Smriti Mandhana Record: বিশ্বকাপ ফাইনালে মহা রেকর্ড স্মৃতি মান্ধানার, আনন্দে উল্লসিত টিম ইন্ডিয়া

Smriti Mandhana Record: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২৫ মহিলা বিশ্বকাপ ফাইনালে রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা। এক বিশ্বকাপ আসরে সর্বাধিক রান করা ভারতীয় মহিলা ক্রিকেটারের রেকর্ড এবার তাঁর দখলে।

Smriti Mandhana Record: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২৫ মহিলা বিশ্বকাপ ফাইনালে রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা। এক বিশ্বকাপ আসরে সর্বাধিক রান করা ভারতীয় মহিলা ক্রিকেটারের রেকর্ড এবার তাঁর দখলে।

author-image
Koushik Biswas
New Update
Smriti Mandhana (3)

ভারতীয় ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্ধানা

Smriti Mandhana: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্য়াচে ভারত এবং দক্ষিণ আফ্রিকা (IND W vs SA W) খেলতে নেমেছে। নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্যদিকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা একটি স্পেশাল রেকর্ড কায়েম করলেন। এই ম্য়াচে তিনি ২১ রান করতে না করতেই টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের একটি রেকর্ড ভেঙে দিলেন। এবারের এই বিশ্বকাপ টুর্নামেন্টে ব্যাট হাতে যথেষ্ট নজর কেড়েছেন স্মৃতি মান্ধানা।

Advertisment

কোন রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা? 

২০২৫ আইসিসি মহিলা বিশ্বকাপে স্মৃতি মান্ধানা ৪০০-র বেশি রান করে ফেলেছেন। ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে একটি বিশ্বকাপ টুর্নামেন্টে সর্বাধিক রান করার রেকর্ড গড়লেন। ইতিপূর্বে এই রেকর্ডটি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের কাছে ছিল। ২০১৭ সালে তিনি মহিলা বিশ্বকাপে মোট ৪০৯ রান করেছেন। অন্যদিকে, স্মৃতি মান্ধানা ২০২৫ বিশ্বকাপে মোট ৪৩৪ রান করে ফেলেছেন। এই বছর বিশ্বকাপ টুর্নামেন্টে স্মৃতি মান্ধানা ব্যাট হাতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অধিকাংশ ম্য়াচেই তিনি শুরুটা বেশ ধামাকাদার করেছেন।

এক বিশ্বকাপ টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় মহিলা ক্রিকেটার

Advertisment
  • স্মৃতি মান্ধানা - ৪৩৪ রান (২০২৫ সাল)
  • মিতালি রাজ - ৪০৯ রান (২০১৭ সাল)
  • পুনম রাউত - ৩৮১ রান (২০১৭ সাল)
  • হরমনপ্রীত কৌর - ৩৫৯ রান (২০১৭ সাল)
  • স্মৃতি মান্ধানা - ৩২৭ রান (২০২২ সাল)

আপাতত দুর্দান্ত ব্যাট করছে ভারত

এই ম্য়াচে টিম ইন্ডিয়া আপাতত দুর্দান্ত ব্যাট করছে। ওপেন করতে নেমে স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মার মধ্যে ১০৪ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে। ৭৮ বলে ৮৭ রান করেছেন শেফালি বর্মা। অন্যদিকে, মাত্র ৫ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেছেন স্মৃতি মান্ধানা। টিম ইন্ডিয়া আপাতত ৩৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১১ রান করেছে।

IND W vs SA W Smriti Mandhana