Smriti Mandhana Reaction: ঐতিহাসিক জয়ের পরও চোখে জল, কান্নায় ভেঙে পড়ে এবার সত্যিটা ফাঁস করলেন স্মৃতি!

Smriti Mandhana Reaction: ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পরও চোখে জল ভারতীয় ভাইস-ক্যাপ্টেনের। জানুন কী বললেন স্মৃতি মান্ধানা। শুনলে চোখের কোণ ভিজে উঠতে বাধ্য।

Smriti Mandhana Reaction: ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পরও চোখে জল ভারতীয় ভাইস-ক্যাপ্টেনের। জানুন কী বললেন স্মৃতি মান্ধানা। শুনলে চোখের কোণ ভিজে উঠতে বাধ্য।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Smriti Mandhana Reaction: স্মৃতি মান্ধানার এই প্রতিক্রিয়া অনুরাগীদের স্তম্ভিত করেছে।

Smriti Mandhana Reaction: স্মৃতি মান্ধানার এই প্রতিক্রিয়া অনুরাগীদের স্তম্ভিত করেছে।

Smriti Mandhana Reaction: ভারতীয় মহিলা ক্রিকেট রবিবার এক অনন্য অধ্যায় লিখেছে। নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলা ক্রিকেট দল জিতে নিয়েছে তাদের প্রথম বিশ্বকাপ। টানা ব্যর্থতার পর এই জয় যেন এক যুগান্তকারী মুহূর্ত, বিশেষ করে দলের ভাইস-ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার কাছে তো বটেই।

Advertisment

তারপরও কেন কাঁদছেন স্মৃতি?

জয়ের পর চোখে জল নিয়ে স্মৃতি বলেন, 'প্রতিটি বিশ্বকাপেই আমরা অনেক হতাশা আর মনভাঙা মুহূর্তের মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু এবার আমাদের দায়িত্ব ছিল আরও বড়। শুধু জেতা না। ভারতের, মহিলা ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল আমাদের।' তিনি আরও বলেন, 'অবশেষে আজ আমাদের হাতে বিশ্বকাপ ট্রফি উঠেছে। এই মুহূর্তের জন্য আমি সেই ৪৫টা জেগে থাকা রাত বারবার সহ্য করতে রাজি আছি।'

আরও পড়ুন- বিশ্বকাপ অতীত, ফের কবে ২২ গজে নামবেন হরমনপ্রীতরা?

স্মৃতি জানান, গত ৪৫ দিন ধরে দলের প্রত্যেক সদস্য নিজের সেরাটা দিয়েছেন। প্রতিদিন নতুন পরিকল্পনা, ফিটনেস ট্রেনিং আর আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা চালিয়েছেন টিম ইন্ডিয়ার মেয়েরা। স্মৃতি বলেন, 'শেষবার যখন হেরে গেলাম, তখনই আমরা ঠিক করেছিলাম আমাদের আরও ফিট হতে হবে। আরও শক্তিশালী হতে হবে। আরও ঐক্যবদ্ধ হতে হবে।' এই সময়টায় ভারতীয় দল শুধু খেলেনি, বলা ভালো একসঙ্গে বেড়ে উঠেছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে দলীয় সংহতি আর পারস্পরিক শ্রদ্ধা দলের টিম স্পিরিট বাড়িয়েছে। এই ব্যাপারে স্মৃতি বলেন, 'এই দলের সবচেয়ে বড় দিকটা হল— সময় ভালো হোক বা খারাপ, আমরা একসঙ্গে ছিলাম, কখনও কাউকে ছেড়ে যাইনি।' 

Advertisment

আরও পড়ুন- বিশ্বকাপ জিতে ভারত পেল ৯১ কোটি টাকা! পাকিস্তানের ঝুলিতে কত?

বৃষ্টির জন্য ফাইনাল ম্যাচ কিছুটা দেরিতে শুরু হলেও, ভারতীয় ওপেনার শেফালি ভার্মা (Shafali Verma) আর স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) উদ্বোধনী জুটিতে তোলেন ১০৪ রান। মধ্যে দীপ্তি শর্মা (Deepti Sharma) আর রিচা ঘোষ (Richa Ghosh) ঝোড়ো ব্যাটিংয়ে ভারতকে ২৯৮ রানে পৌঁছে দেয়। জবাবে ২৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ডট (Laura Wolvaardt) দুর্দান্ত লড়াই করেন। তিনি ইতিহাসে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে সেমিফাইনাল এবং ফাইনাল, দুই ম্যাচেই সেঞ্চুরি করেন। তবুও শেষ পর্যন্ত ভারত জিতেছে, ইতিহাস গড়েছে।  

আরও পড়ুন- 'দেশের তেরঙার জন্য আমি গর্বিত', এক কথাতেই হৃদয় জিতলেন প্রতীকা

ম্যাচ শেষে মাঠে স্মৃতি মান্ধানার চোখে ধরা পড়েছে তৃপ্তি আর গভীর আবেগ। স্মৃতি বলেন, 'আমরা দর্শকদের থেকে যে ধরনের সমর্থন পেয়েছি, মাঠে যে উদ্দীপনা ছিল— মনে হচ্ছিল, আমরা যেন নিজেদের জন্য না, অনেক বড় কিছু পাওয়ার আশায় খেলছি।' কথাটা যে মিথ্যা নয়, তা ইতিমধ্যেই স্পষ্ট। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ায় বুঝিয়ে দিয়েছেন, এই জয়ের পর ভারতীয় দল শুধু একটা কাপ জেতেনি, দেশের কয়েক কোটি ক্রিকেটপ্রেমীর মন জিতে নিয়েছে।

আরও পড়ুন- বিশ্বকাপে শুরু, বিশ্বকাপে শেষ! একনজরে দিনের সেরা ৫ খেলার খবর

এখন দলের লক্ষ্য আরও বড়— ধারাবাহিকতা বজায় রেখে নতুন প্রজন্মের ক্রিকেটার তৈরি করা। এই ব্যাপারে স্মৃতি মান্ধানা বলেন, 'এটাই শেষ নয়। বরং, এটা হল- ভারতের মহিলা ক্রিকেটের এক নতুন অধ্যায়ের সূচনা।' আর, এমনটাই আশা কোটি কোটি ভারতবাসীরও।   

Smriti Mandhana reaction