Advertisment

দলবদল স্মৃতির, সিডনিতেই হরমনপ্রীত

দলবদল করলেন স্মৃতি মন্ধনা। আসন্ন  উইমেন’স বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) ভারতীয় দলের টি-২০ ভাইস ক্যাপ্টেনকে খেলতে দেখা যাবে হোবার্ট হারিকেনসের হয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Smriti Mandhana and Harmanpreet Kaur

প্র্য়াকটিসের ফাঁকে স্মৃতি মন্ধনা ও হরমনপ্রীত কউর (ছবি টুইটার)

দলবদল করলেন স্মৃতি মন্ধনা। আসন্ন  উইমেন’স বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) ভারতীয় দলের টি-২০ ভাইস ক্যাপ্টেনকে খেলতে দেখা যাবে হোবার্ট হারিকেনসের হয়ে। গত দুই মরসুমে তিনি খেলেছেন ব্রিসবেন হিটের হয়ে। অন্যদিকে জাতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর সিডনি থান্ডারের সঙ্গে আরও দু’বছর চুক্তি বাড়ালেন।

Advertisment


চলতি বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত উইমেন’স ক্রিকেট সুপার লিগে দুরন্ত ফর্মে ছিলেন মন্ধনা। ন’টি ইনিংসে ৪২১ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। ওয়েস্টার্ন স্টর্মের হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও হন তিনি। বাঁ-হাতি এই ওপেনার ১৭৪.৬৯-এর গড়ে ব্যাট করেছিলেন, হাঁকিয়ে ছিলেন ২১টি ছয়। দু’টোই উইমেন’স লিগ ক্রিকেট সর্বকালের রেকর্ড। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটসউইমেনদের তালিকায় তিনে ছিলেন তিনি। মন্ধনা বললেন, “ ডব্লিউবিবিএল-এ খেলার জন্য মুখিয়ে আছি। আরও একটা সুযোগের অপেক্ষায়। অনেক প্লেয়ারের মুখ থেকেই শুনেছি যে, হারিকেন দলটা দুর্দান্ত। আমার তর সইছে না।” ব্রিসবেন হিটের হয়ে দ্বিতীয় মরসুমে মন্ধনা পুরো খেলতে পারেননি। ২০১৭ বিশ্বকাপের আগেই লিগামেন্টের চোট পান তিনি। আগামী পয়লা ডিসেম্বর পার্থ স্কচার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে হারিকেনসের ডব্লিউবিবিএল শুরু হচ্ছে। কিন্তু প্রথম ম্যাচে মন্ধনাকে পাবে না তারা। ৮ ডিসেম্বররে আগে তিনি সময় করতে পারবেন না। সম্ভবত হারিকেনের ঘরের মাঠে মেলবোর্ন স্টারসের বিরুদ্ধে নামবেন তিনি।

আরও পড়ুন: হরমনপ্রীত কাউর মিথ্যে বলছেন: মিতালি রাজের ম্যানেজার

হরমনপ্রীত সিডনি থান্ডারের হয়ে প্রথম মরসুমে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। ১২ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ২৯৬ রান। ১১৭-র স্ট্রাইক রেট ছিল তাঁর।সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান হাঁকান তিনি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সেঞ্চুরির নজির গড়েন তিনি। হরমনপ্রীতের থান্ডার মেলবোর্ন রেনেগাদেসের হয়ে অ্যাওয়ে ম্যাচ দিয়ে ডব্লিউবিবিএল শুরু করছে।

Women Cricket Harmanpreet Kaur
Advertisment