মহম্মদ শামির বোলিংয়ে কেবল বিপক্ষ ব্যাটসম্যানরাও ঘায়েল হননা। মহিলা ক্রিকেটাররাও শামির বলের বিক্রম সহ্য করেছেন সরাসরি। তেমনই অভিজ্ঞতার কথা জানালেন স্মৃতি মান্ধানা।
করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউন ঘোষণার সঙ্গেসঙ্গেই স্মৃতি মান্ধানা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সম্প্রতি স্মৃতি মান্ধানা, সতীর্থ জেমিমা রড্রিগজে এবং রোহিত শর্মা ইনস্টাগ্রাম লাইভে চ্যাট সেশনে এসেছিলেন। সেখানে তিন তারকা নিজেদের বিভিন্ন ঘটনা শেয়ার করেন সমর্থকদের সঙ্গে। স্মৃতি মান্ধানা জানান, কীভাবে শামির ইনডিপার তার পায়ে আছড়ে পড়েছিল।
বেসলাইন ভেঞ্চারস এর পক্ষ থেকে ইউটিউব চ্যানেলে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। স্মৃতি পুরোনো অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, “মনে আছে শামি ভাইয়ার বলের মুখোমুখি হয়েছিলাম। ও তখন রিহ্যাব করছিল। ১২০ কিমি গতিতে বোলিং করছিল শামি। আমাকে বলেছিল আমার শরীর লক্ষ্য করে বোলিং করবে না।”
তারপরে কী হয়েছিল, সেটাই জানিয়েছেন তিনি। স্মৃতি বলেন, “এরকম পেসে খেলতে অভ্যস্ত ছিলাম না। তাই প্রথম দু বল পরাস্ত হয়েছিলাম। ওর তৃতীয় বলটা ইনডিপার ছিল। আমার উরুতে আছড়ে পরে। টানা দশ দিন ধরে যন্ত্রণা ছিল।”
রোহিত শর্মাও জানান, শামি ভীষণ ধূর্ত বোলার। “যে পিচে আমরা নেট সেশন সারি, সেই পিচ গুলো গ্রিনটপ হয়। আর্দ্রতাও থাকে। যখনই শামি সবুজ পিচ দেখে তখন অতিরিক্ত বিরিয়ানি খায়। বুমরাও দারুণ তবে ওর মাত্র দু-তিন বছর হয়েছে।” জানান হিটম্যান।
সেইসঙ্গে সুপারস্টার ব্যাটসম্যান আরো জানিয়েছেন, “২০১৩ সাল থেকে শামিকে খেলছি। তবে এখন বুমরা আর ওর মধ্যে একটা প্রতিযোগিতা চলছে কার বলে ব্যাটসম্যান বেশিবার পরাস্ত হয়। কিংবা কার বল বেশিবার হেলমেটে আছড়ে পড়ে।”