/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/field.png)
ভিডিও: রঞ্জি ম্য়াচে মাঠের মধ্য়েই ঢুকে পড়ল সাপ
দেশ হোক বিদেশ। ক্রিকেট হোক বা ফুটবল। খেলার মাঠে পশু-পাখী, জীব-জন্তুর ঢুকে পড়া নতুন কিছু নয়। এবার রঞ্জি ম্য়াচে ঢুকে পড়ল সাপ। মাঠের মধ্য়েই আপন খেয়ালে ঘুরে বেরাল সে।
এহেন সরিসৃপের জন্য় সোমবার অন্ধপ্রদেশ বনাম বিদর্ভের ম্য়াচ শুরু হল কিছুটা দেরিতে। ঘটনাটি ঘটেছে বিজয়ওয়াড়ার ডক্টর গোকারাজু লিয়ালা গঙ্গারাজু এসিএ ক্রিকেট গ্রাউন্ডে। বিসিসিআই সেই ভিডিও টুইট করেছে।
আরও পড়ুন-দেখুন কোহলির ক্য়াচের ভিডিও, অবিশ্বাস্য় বললেও কম বলা হবে
SNAKE STOPS PLAY! There was a visitor on the field to delay the start of the match.
Follow it live - https://t.co/MrXmWO1GFo#APvVID@paytm#RanjiTrophypic.twitter.com/1GptRSyUHq
— BCCI Domestic (@BCCIdomestic) December 9, 2019
রিপোর্ট বলছে ম্য়াচ শুরু হওয়ার কিছুটা আগে সাপের দেখা মেলে মাঠের মধ্য়ে। যদিও এই ঘটনায় ক্রিকেটাররা বিন্দুমাত্র আতঙ্কিত হননি। গ্রাউন্ডস্টাফরা এসে এই অনাহুত অতিথিকে বার করে দেন।
আরও পড়ুন-কেসরিক উইলিয়ামস বনাম বিরাট কোহলি, শেষ দু’বছর ধরে চলছে লড়াই
এদিন টস জিতে বিদর্ভ ব্য়াট করতে পাঠায় অন্ধ্রকে। লাঞ্চে তিন উইকেট হারিয়ে ফেলেছে হনুমা বিহারী অ্যান্ড কোং। দুই ওপেনার সিআর গণেশ্বর (৮) ও প্রশান্ত কুমার (১০) ফিরে যাওয়ার পর ক্রিজে রয়েছেন অধিনায়ক বিহারী (৪৩) ও রিকি ভাদুড়ি (৯)।
জাতীয় দলে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন হনুমা। ঘরোয়া ক্রিকেটে খেলেই নিজেকে রানের মধ্য়ে রাখতে চান তিনি। টেস্ট টিমে নিজের জায়গাটা ধরে রাখার জন্য় হনুমার রান করাটাও গুরুত্বপূর্ণ।