এবার স্টেন্ট বসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিসের বুকেও

শারীরিক অস্বস্তি দেখা দেওয়ায় সোমবার সৌরভের উদ্যোগেই দাদা স্নেহাশিস হৃদযন্ত্রের পরীক্ষা হয়। তাতেই স্নেহাশিসের হার্টে ব্লকেজ ধরা পড়েছে।

শারীরিক অস্বস্তি দেখা দেওয়ায় সোমবার সৌরভের উদ্যোগেই দাদা স্নেহাশিস হৃদযন্ত্রের পরীক্ষা হয়। তাতেই স্নেহাশিসের হার্টে ব্লকেজ ধরা পড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সৌরভ গাঙ্গোপাধ্যায়ের পর এবার তাঁর দাদা স্নেহাশিসের হৃদযন্ত্রেও ব্লকেজ ধরা পড়েছে। জানা গিয়েছে, শারীরিক অস্বস্তি দেখা দেওয়ায় সোমবার সৌরভের উদ্যোগেই দাদা স্নেহাশিস হৃদযন্ত্রের পরীক্ষা হয়। তাতেই স্নেহাশিসের হার্টে ব্লকেজ ধরা পড়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই সিএবি সচিব স্নেহাশিস গাঙ্গোপাধ্যায়ের স্টেন্ট বসানো হতে পারে।

Advertisment

কিছুদিন আগেই বাড়িতেই জিমের পর অসুস্থ হয়ে পড়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায় ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। পরীক্ষার পর জানা যায় তাঁর হৃদযন্ত্রে ব্লকেজ রয়েছে। আপাতত মহারাজের শরীরে একটি স্টেন্ট বসেছে। তবে ডাক্তারদের পরামর্শ অনুসারে আরও দু'টি স্টেন্ট বসাতে হবে। এ জন্য চলতি মাসেই সৌরভকে হাসপাতালে ভর্তি হতে পারে বলে জানা গিয়েছে।

কলকাতায় বিসিসিআই সভাপতির চিকিৎসা করতে এসে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী শেঠি জানিয়েছিলেন সৌরভদের পরিবারে হার্টের অসুখের ইতিহাস রয়েছে।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sourav Ganguly