Advertisment

Hardik Pandya-Natasa Stankovic: একজনকে রাস্তায় এসে দাঁড়াতে হবে…হার্দিকের ৭০ শতাংশ সম্পত্তি দখলের গুঞ্জনের মধ্যেই বোমা নাতাশার

Hardik Pandya split rumour with wife Natasha Stankovic: নাতাশার ইন্সটা-পোস্ট নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তিনটি ছবির মধ্যে একটিতে তাঁকে শারীরিক কসরত করার ছবি। অন্যটিতে রয়েছে ক্যামেরার দিকে তাকানো তাঁর ছবি। তবে ড্রাইভিং স্কুলের ট্র্যাফিক সিগন্যালের সেই চিত্র এবং তাঁর ক্যাপশন "কাউকে রাস্তায় এসে দাঁড়াতে হবে", অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে রেডিট ব্যবহারকারীর ৭০ শতাংশ সম্পত্তি সংক্রান্ত পোস্ট কই সত্যি, এমন জল্পনা তীব্র হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya marriage, হার্দিক পান্ডিয়ার বিয়ে

Hardik Pandya Natasa Stankovic split rumour: সম্পর্কে টালমাটাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন হার্দিক-নাতাশা (টুইটার)

Hardik Pandya divorce rumour with wife Natasha Stankovic: তাঁদের দুজনকে ঘিরে গত কয়েকদিন ধরেই ডিভোর্সের জল্পনা ছড়িয়েছে দাউদাউ করে। হার্দিক পান্ডিয়া, নাতাশা স্ট্যানকোভিচের বিচ্ছেদের জল্পনায় উত্তাল গোটা দেশ। এর মধ্যেই নাতাশা ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবির সিরিজ পোস্ট করলেন। যাতে আরও জল্পনা তীব্র গতি পেয়েছে।

Advertisment

কী শেয়ার করেছেন তিনি?

অনেকগুলো ছবির মধ্যেই একটিতে রয়েছে অনেকগুলো ট্র্যাফিক সিগন্যালের ছবি। যার মধ্যে লেখা রয়েছে, "একজন রাস্তায় এসে দাঁড়ানোর মুখে।"

Natasha instagram

গোটা জল্পনার সূত্রপাত একজন রেডিট ব্যবহারকারীর পর্যবেক্ষণ থেকে। যেখানে তিনি জানিয়েছিলেন, নাতাশা নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে 'পান্ডিয়া' পদবি মুছে ফেলেছেন। এমনকি সেই ব্যবহারকারীর আরও দাবি ছিল, হার্দিকের সঙ্গে তাঁর সমস্ত ছবিই মুছে ফেলেছেন নাতাশা। তবে পুত্র অগ্যাস্তের ছবি রেখে দিয়েছেন। যদিও পরে ভেরিফাই করার সময়ে দেখা গিয়েছে, নাতাশার প্রোফাইলে হার্দিকের সঙ্গে একাধিক ছবি এখনও জ্বলজ্বলে ভাবে বিদ্যমান।

অন্য এক রেডিট ব্যবহারকারী আবার লিখে দিয়েছেন, হার্দিকের সঙ্গে নাতাশার বিচ্ছেদ চূড়ান্ত। আর খোরপোষ বাবদ হার্দিক নিজের ৭০ শতাংশ সম্পত্তি নাতাশার নামে ট্রান্সফার করে দিতে চলেছেন। এরপরে নেটিজেনদের একাংশ হার্দিকের পক্ষে দাঁড়িয়ে নাতাশাকে একহাত নিয়েছেন। ঘটনাচক্রে, এর আগে হার্দিক মুম্বইয়ের অধিনায়ক হওয়ার পর একপ্রস্থ ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন নাতাশা।

এমন আবহেই নাতাশার ইন্সটা-পোস্ট নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তিনটি ছবির মধ্যে একটিতে তাঁকে শারীরিক কসরত করার ছবি। অন্যটিতে রয়েছে ক্যামেরার দিকে তাকানো তাঁর ছবি। তবে ড্রাইভিং স্কুলের ট্র্যাফিক সিগন্যালের সেই চিত্র এবং তাঁর ক্যাপশন "কাউকে রাস্তায় এসে দাঁড়াতে হবে", অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে রেডিট ব্যবহারকারীর ৭০ শতাংশ সম্পত্তি সংক্রান্ত পোস্ট কই সত্যি, এমন জল্পনা তীব্র হয়েছে। তবে শুক্রবারই ক্রুনাল পান্ডিয়া ভাইপো অগ্যস্তকে নিয়ে দারুণ ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে কমেন্টও করেছেন নাতাশা।

২০২০-তে হার্দিক-নাতাশার সঙ্গে এনগেজমেন্টের খবর প্রকাশ্যে আনেন। সেই বছরেই পুত্র অগ্যস্তের জন্ম হয়। হার্দিক-নাতাশা অবশ্য নিজেদের নিয়ে চালু এই জল্পনায় কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।

marriage Hardik Pandya Cricket News Divorce
Advertisment