ফের অসুস্থ হয়ে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুপুরে অসুস্থ বোধ করায় অ্যাপোলোতে ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে বুকে ব্যথা বোধ করছিলেন আরো একবার। সঙ্গে সঙ্গেই হাসপাতালে যেতে মনস্থির করেন তিনি।
গ্রিন করিডর করে সৌরভকে অ্যাপোলোতে আনা হয়। একবালপুর, এজেসি বোস ফ্লাইওভার হয়ে অ্যাপোলোতে পৌঁছন সৌরভ।
এর আগে গত ২ জানুয়ারি সৌরভ গঙ্গোপাধ্যায় মৃদু হৃদরোগের উপসর্গ নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পাঁচদিন হাসপাতালে থাকার পর ৭ জানুয়ারি ডিসচার্জ করে দেওয়া হয় তাঁকে।
চলতি মাসের শুরুতেই হাসপাতালে এসে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়ে মহাতারকা ট্রিপল ভেসেল ডিজিজ-এ আক্রান্ত। তড়িঘড়ি একটি ধমনীতে এনজিওপ্ল্যাস্টি করা হয় তাঁর। হাসপাতালে সৌরভকে সেই সময় দেখতে এসেছিলেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট দেবী শেঠি। সকলের সঙ্গে আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হয় বাকি দুই ধমনীতে এখনই স্টেন্ট কিংবা বাইপাস সার্জারি করা হবে না। তারপরেই সৌরভকে ডিসচার্জ করে দেওয়া হয়।
তারপর সুস্থই ছিলেন। তবে মাস গড়াল না। ফের একবার অসুস্থ হয়ে পড়লেন তিনি।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন