BCCI central contracts Ishan Kishan Shreyas Iyer Sourav Ganguly Jay shah: ঈশান কিষানের পক্ষে ব্যাট ধরলেন ভারতীয় ক্রিকেটের মহারাজ, সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে ভারতীয় ক্রিকেট দুনিয়া ঈশান কিষান ইস্যুতে সরগরম। প্রতিদিনই কেউ না কেউ এই ইস্যুতে কিছু না কিছু বলছেন। সেই তালিকায় এবার জুড়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম।
সম্প্রতি ভারতীয় ক্রিকেটের নিয়ামক বিসিসিআই- শ্রেয়স আইয়ার, ঈশান কিষানকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে। নতুন চুক্তি তালিকা প্রকাশিত হওয়ার পরই তা স্পষ্ট হয়েছে। বোর্ডের অভিযোগ, নির্দেশ অমান্য করে ঘরোয়া ক্রিকেটে খেলছেন না ঈশান কিষান ও শ্রেয়স আইয়ার। এতেই অভিযোগ থামেনি। এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, ইংল্যান্ড সিরিজের আগেও বোর্ড ঈশানের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু, ঈশানই খেলতে রাজি হননি। তারপরই ঈশানকে চুক্তিতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
তার প্রেক্ষিতেই প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ঈশানের পক্ষে মুখে খুলেছেন। তিনি বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহকে অনুরোধ করেছেন, ঈশানের সঙ্গে সরাসরি কথা বলতে। চুক্তি থেকে বাদ পড়া দুই খেলোয়াড়ের মধ্যে ঈশান কিষান গত মরশুমে ছিলেন গ্রেড সি তালিকায়। আর শ্রেয়স আইয়ার ছিলেন গ্রেড বি তালিকাভুক্ত।
দক্ষিণ আফ্রিকা সফর থেকে মানসিক অবসাদের কারণ দেখিয়ে দেশে ফিরে এসেছিলেন ঈশান। তারপর থেকে কোনও ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেননি। যদিও দক্ষিণ আফ্রিকা থেকে ঈশান ফেরার পরই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় সরাসরি বলেছিলেন, জাতীয় দলে ফিরতে হলে ঈশানকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই ফিরতে হবে। বোর্ড সচিব জয় শাহও প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ঘরোয়া ক্রিকেট না খেললে তার ফল হবে মারাত্মক। আর, এইসব হুমকির পরই দেখা গেল ঈশান বোর্ডের চুক্তি থেকে বাদ পড়লেন।
সাধারণ নিয়ম হল, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলে, সেই খেলোয়াড়কে জাতীয় দলে ডাকা হয়। যে সব খেলোয়াড়ের মান নিয়ে সংশয় থাকে, তাঁদের জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। তার প্রেক্ষিতে ঈশানকে চুক্তি থেকে বাদ দেওয়া নিয়ে কার্যত বোর্ডের সিদ্ধান্তকেই একহাত নিয়েছে সৌরভ। প্রাক্তন বোর্ড সভাপতি বলেছেন, 'এতদিন তিনি (ঈশান) রঞ্জি খেলেছেন। তারপর সাদা বলের ক্রিকেট খেলেছেন। এটা কি তাকে আরও খারাপ খেলোয়াড় বানাতে পারে? সেটা হতে পারে না। তাই, ঈশান কিষানের সঙ্গে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি ও বোর্ড সচিব জয় শাহর মত কারও কথা বলা দরকার।'
কিষান অবশ্য ইতিমধ্যেই ডিওয়াই পাতিল ট্রফিতে অংশগ্রহণ করেছেন। আর, এবছরের আইপিএলের জন্য মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন। সেকথা মাথায় রেখে অনেকেই অভিযোগ করেছেন, আইপিএলের জন্যই শ্রেয়স আর কিষান নানা অজুহাত খাড়া করে ছুটি নিয়েছিলেন। সেই অভিযোগের জবাবেও মুখ খুলেছেন সৌরভ।
সৌরভ বলেছেন, 'অনেক খেলোয়াড়ই প্রথম-শ্রেণির ক্রিকেটে খেলার পাশাপাশি আইপিএল খেলেন। প্রথম শ্রেণির ক্রিকেট এখন শেষ। আইপিএল শুরু হতে একমাস বাকি। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের বাছাই করা সব খেলোয়াড়রা সৈয়দ মুশতাক আলি ট্রফি, বিজয় হাজারে ট্রফি এবং রঞ্জি ট্রফি খেলেছেন। এমনকী ইশান্ত শর্মা পর্যন্ত রঞ্জি খেলেছেন। আমি তো একই খেলোয়াড়ের দুই ধরনের ক্রিকেট খেলার মধ্যে কোনও সমস্যা দেখছি না।'