Advertisment

Sourav on Kohli: রোহিত-যশস্বী নন, বিশ্বকাপে ওপেনার চাই এই মহাতারকাকে! মহারণের আগেই ভারতের কাছে সৌরভের 'বিরাট' আবদার

Virat Kohli IPL 2024 performance: টি২০ বিশ্বকাপে গত ১৭ বছর ভারতের ট্রফি নেই। সৌরভ আশাবাদী, এবার সেই খরা কাটতে পারে। তাহলে, সেটা হবে ২০০৭-এ দক্ষিণ আফ্রিকায় উদ্বোধনী টি২০ বিশ্বকাপের পর ফের ভারতের ট্রফি জয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav, Team India, সৌরভ গাঙ্গুলি, টিম ইন্ডিয়া

Sourav-Team India: ঠিকমতো পরিকল্পনা করে খেললে, টিম ইন্ডিয়ার সাফল্য নিশ্চিত বলেই বিশ্বাস সৌরভের। (ছবি- টুইটার)

t20 World Cup 2024: রোহিত-যশস্বীকে ন। টি২০ ক্রিকেট বিশ্বকাপে ভারতের ওপেনার করা হোক বিরাট কোহলিকে! বিশ্বকাপের আগেই টিম ইন্ডিয়াকে এমন পরামর্শ দিলেন প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ মনে করেন, এক্ষেত্রে বিরাট কোহলির মত ভালো কেউ হতেই পারেন না। বিরাট প্রয়োজনে চালিয়ে খেলতে পারেন। তাই টি২০ বিশ্বকাপে তাঁরই ওপেন করা উচিত।

Advertisment

ইতিমধ্যেই টি২০ বিশ্বকাপের জন্য সব দলের স্কোয়াড বাছাই হয়ে গিয়েছে। সেই তালিকাও আইসিসির কাছে জমা পড়ে গেছে। সৌরভ মনে করেন, ভারতীয় দলের নির্বাচকরা যে স্কোয়াড বেছেছেন, সেটা বেশ ভালো। আর, এই দলের বিশ্বকাপ জয়ের ক্ষমতা আছে। তবে, একটু গুছিয়ে বা পরিকল্পনা করে শুধু খেলতে হবে।

আর, সেই পরিকল্পনার অংশ হিসেবেই তিনি বিরাট কোহলিকে ওপেনিং করানোর দাবি তুলেছেন। এমনিতে টিম ম্যানেজমেন্টের ইচ্ছা আছে, রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়ালকে ওপেন করানোর। আর, কোহলিকে তিনে নামানোর। কিন্তু, সৌরভ সেটাই একটু বদলে দিতে চাইছেন। এমনিতে এবারের আইপিএলে বিরাটের পারফরম্যান্স বেশ ভালো। ইতিমধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা অরেঞ্জ ক্যাপ পেয়েছেন। ১২ ম্যাচে করেছেন ৬৩৪ রান। স্ট্রাইক রেট ১৫২.৫১। যা রীতিমতো আকর্ষণীয়।

সেই প্রসঙ্গই টেনে এনে সৌরভ বলেছেন, 'বিরাট অসাধারণ খেলছে। যেভাবে ব্যাটিং করে দ্রুত ৯০ তুলল, ওকে টি২০ বিশ্বকাপে ওপেনার হিসেবে ব্যবহার করা উচিত। ওর শেষ কয়েকটি আইপিএল ইনিংস রীতিমতো অসামান্য।' টি২০ বিশ্বকাপে গত ১৭ বছর ভারতের ট্রফি নেই। সৌরভ আশাবাদী, এবার সেই খরা কাটতে পারে। টি২০ বিশ্বকাপে গত ১৭ বছর ভারতের ট্রফি নেই। সৌরভ আশাবাদী, এবার সেই খরা কাটতে পারে। তাহলে, সেটা হবে ২০০৭-এ দক্ষিণ আফ্রিকায় উদ্বোধনী টি২০ বিশ্বকাপের পর ফের ভারতের ট্রফি জয়।

সৌরভ বিশ্বাস করেন, এবার ট্রফি জেতা সম্ভব। কারণ নির্বাচকরা, 'দুর্দান্ত স্কোয়াড বেছে নিয়েছেন। সম্ভবত সেরা স্কোয়াড বেছেছেন। দলে ব্যাটিং-বোলিং, সবেতেই গভীরতা আছে। বুমরাহ এই মুহূর্তে বিশ্বসেরা ফাস্ট বোলার। কুলদীপ, অক্ষর, সিরাজেরও অভিজ্ঞতা আছে। এটাই ভারতের আদর্শ দল।'

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভের বর্তমান বয়স ৫১ বছর। নিজে আইপিএল খেলেছেন। এখন দিল্লি ক্যাপিটালসে পরিচালক হিসেবে যুক্ত আছেন। আজ পর্যন্ত হওয়া সবকটা আইপিএল দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই সৌরভ মনে করছেন, আইপিএল দলগুলোর এবারে আকছার ২৫০ রানের গন্ডি টপকানোটা অস্বাভাবিক কিছু না।

আরও পড়ুন- ক্রিকেটারদের মান-সম্মান নেই নাকি, চরম লজ্জার ব্যাপার… সঞ্জীব গোয়েঙ্কাকে ছিঁড়ে খেলেন শামি

এই ব্যাপারে সৌরভের বক্তব্য, 'আগামী বছরগুলোতেও এমনটাই হবে। টি২০ ক্রিকেট, পাওয়ার বেসড টুর্নামেন্ট হয়ে উঠেছে। আমি সঞ্জু স্যামসানের বক্তব্য পড়ছিলাম। ও বলেছে, আটকে থাকার সুযোগ নেই। বর্তমান টি২০-তে আপনাকে হিট করতেই হবে। আর, আগামী দিনগুলো এমনটাই হতে যাচ্ছে।'

Indian Team Yashasvi Jaiswal Virat Kohli Rohit Sharma Sourav Ganguly Indian Cricket Team
Advertisment