/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/sourav-jay-shah.jpg)
Sourav Ganguly advises to BCCI: খেলোয়াড়ি জীবনে হোক বা প্রশাসক হিসাবে বরাবর ভারতে স্পোর্টিং উইকেটের পক্ষে সওয়াল করে এসেছেন। এবার সৌরভ গঙ্গোপাধ্যায় আবার-ও মুখ খুললেন। ভারত বনাম ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন মহারাজ বলে দিলেন, ভারতে কেন সবসময় স্পিনিং উইকেট-ই বানানো হবে। স্পোর্টিং উইকেট বানানোর দিকে হাটুক টিম ইন্ডিয়া।
জসপ্রীত বুমরা যেদিন হাফডজন উইকেট নিয়ে একাই ইংল্যান্ডকে প্ৰথম ইনিংসে ধসিয়ে দিলেন, সেই দিনেই সৌরভ টুইট করলেন, "বুমরা, মুকেশ, সিরাজদের বল করতে দেখলে মনে হয়, কেন আমাদের টার্নারের ওপর ভরসা করতে হবে। প্রত্যেক ম্যাচ দেখার পর আরও ভালো স্পোর্টিং উইকেটে খেলার বিশ্বাস দৃঢ় হয়। অশ্বিন, জাদেজা, কুলদীপ, অক্ষরের সঙ্গে ওঁরাও ২০ উইকেট তোলার সামর্থ্য রাখে। পিচের কারণে ভারতের ব্যাটিং মানের অবনমন ঘটেছে গত ৬-৭ বছরে। ভালো উইকেট ভীষণ জরুরি। ভারত তবু পাঁচ দিনের মধ্যে ম্যাচ জিতবে।" এই টুইটের সঙ্গে বিসিসিআইকে ট্যাগও করেছেন সৌরভ।
When I see Bumrah Sami Siraj Mukesh bowl . I wonder why do we need to prepare turning tracks in india ..my conviction of playing on good wickets keeps getting stronger every game .. They will get 20 wickets on any surface with ashwin jadeja Kuldeep and axar .. batting quality…
— Sourav Ganguly (@SGanguly99) February 3, 2024
গত বছরে অস্ট্রেলিয়ার ভারত সফরের সময় সৌরভ একই কথা জানিয়েছিলেন। আইসিসির তরফে ইন্দোরের পিচ 'পুওর' রেটিং পাওয়ায় সৌরভ সরাসরি নিজের মতামত ব্যক্ত করেন। আহমেদাবাদ টেস্টে অশ্বিন ছয় উইকেট পাওয়ার পর সেবার সৌরভ টুইটে লিখেছিলেন, "অশ্বিনকে ভালো পিচে দুরন্ত বোলিং করতে দেখে দারুণ লাগছে। ক্লাস সবসময় প্রভাব ফেলে। আশা করি একটা ভালো টেস্ট হতে চলেছে। এই সিরিজে কঠিন উইকেটে ব্যাটিং করার পর ব্যাটারদের কাছেও সুযোগ থাকছে।"
আরও পড়ুন: দিন শেষেই আম্পায়ারের ওপর চড়াও অশ্বিন! বেনজির বিতর্কে দগ্ধ ভাইজ্যাগ টেস্ট
যাইহোক, শনিবার যশস্বী জয়সোয়ালের ২০৯ রানের দুর্ধর্ষ ইনিংসে প্ৰথম ইনিংসে ভারত ৩৯৬ তোলার পর ইংল্যান্ড গুটিয়ে গেল মাত্র ২৫৩ রানে। ৪৫ রানের বিনিময়ে ৬ উইকেট দখল করে বুমরা একাই ইংরেজ ব্যাটিং লাইন আপে ধস নামালেন। ১৪৩ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে ২৫ তুলে ফেলেছে। ভারতের মোট লিড এই মুহূর্তে ১৭১ রানের।
আরও পড়ুন: অ্যান্ডারসনকে ক্ষেপাতে বীভৎস ট্যাকটিক্স অশ্বিনের, আম্পায়ারকে নালিশ করতেই আগুন জ্বলল মাঠে, দেখুন
এই নিয়ে টেস্টে ইনিংসে ১০ বার পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়ে ফেললেন তারকা পেসার। অক্ষর-কুলদীপ ইংল্যান্ড শিবিরে প্রাথমিক শিকার চালানোর পর মিডল ও লোয়ার অর্ডারে অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, টম হার্টলে, জিমি আন্ডারসনকে আউট করেন বুমরা। ভারতীয়দের মধ্যে দ্রুততম ১৫০ টেস্ট শিকার করাদের তালিকায় বুমরা আপাতত শীর্ষে। উমেশ যাদব, মহম্মদ শামি, কপিল দেব, অশ্বিনদের ছাড়িয়ে গেলেন তিনি। এশিয়ান বোলারদের তালিকায় তিনি দ্বিতীয় দ্রুততম। ওয়াকার ইউনিসের পরেই। শোয়েব আখতার, ইমরান খানের মত কিংবদন্তিদের পিছনের সারিতে সরিয়ে দিয়েছেন তিনি।