দেখতে গেলে শহর জুড়ে গোলাপি ফিভার। আগামিকাল ইতিহাস লিখবে ইডেন গার্ডেন্স। কলকাতায় অনুষ্ঠিত হবে ভারতের প্রথম দিন-রাতের টেস্ট। পিঙ্ক বল নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। খবরের শিরোনামে ভারত-বাংলাদেশ টেস্ট।
বৃহস্পতিবার সকালে বিসিসিআই টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় থেকে শুরু করে টম ইন্ডিয়ার ক্য়াপ্টেন বিরাট কোহলি জানালেন যে গোলাপি বলের টেস্ট নিয়ে তাঁরা কী ভাবছেন। ভারতীয় দলের সদস্য়রা বলছেন, তাঁরা তৈরি গোলাপি বলের এই ঐতিহাসিক টেস্ট খেলার জন্য়।
আরও পড়ুন-দিন-রাতের টেস্ট: যে কোনও উইকেটে যে কোনও বলে ভয়ঙ্কর শামি, বলছেন ঋদ্ধি
দেখে নিন সেই ভিডিও
রইল ছবিও
ঘটনাচক্রে ক্রিকেটের নন্দনকাননেই অনুষ্ঠিত হয়েছিল দেশের প্রথম গোলাপি বলে ডে-নাইট ম্য়াচ। ২০১৬ সালের ১৮ জুলাই ভারতে প্রথমবার গোলাপি বলে খেলা হয়েছিল এই ইডেনেই। সিএবি সুপার লিগের ফাইনালে সেবার মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিল ভবানীপুর। মোহনবাগান ২৯৬ রানে জয়ী হয়েছিল।