Sourav Ganguly on Virat Kohli-Rohit Sharma: রোহিত শর্মা এবং বিরাট কোহলির বর্ডার-গাভাস্কার ট্রফিতে কাটানো সময় মোটেও ভালো যায়নি। তবে সৌরভের দুই মহারথীর প্রতি আস্থা এখনও অটুট। ইন্ডিয়া টুডেকে মহারাজ বলে দিয়েছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেই রোহিত-বিরাট ফর্মে ফিরবেন।
টেস্টে শোচনীয়ভাবে ব্যর্থ হওয়ার পর বোর্ডের তরফে ঘরোয়া ক্রিকেটে খেলার কড়া নির্দেশিকা দেওয়া হয় জাতীয় দলে অংশ নেওয়া সমস্ত তারকাকেই। তবে রঞ্জিতে নেমেও রানের দেখা পাননি বিরাট-রোহিত।
ভারতের আপাতত বড় এসাইনমেন্ট আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসাবেই ভারত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নামবে। ওয়ানডে ফরম্যাটে আরও একবার খেলতে নামবেন কোহলি-রোহিত। দুজনের ফর্ম নিয়ে এখনও সন্দিহান ক্রিকেট মহল। তবে সৌরভ আশা হারাচ্ছেন না।
তিনি বলে দিয়েছেন, "হোয়াইট-বল ক্রিকেটে, বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই বড় ক্রিকেটার। আমরা আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটগুলো ভালো হবে, বিশেষ করে দুবাইতে। ওঁরা ওয়ানডেতে গত বিশ্বকাপেও নিজেদের ফর্মের জানান দিয়েছিল।"
"বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভালো পারফরম্যান্স করবেন। আসন্ন সিরিজেই ওঁদের দারুণ খেলতে দেখা যাবে। হতে পারে রোহিত-কোহলি অস্ট্রেলিয়ায় ভালো খেলতে পারেনি। তবে ওঁরা অবশ্যই আসন্ন সিরিজে ভালো করবে," তিনি যোগ করেন।
যাইহোক, মহারাজ যদিও ভারতকে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফির ফেভারিট বলতে চাননি। সৌরভ বলেছেন, "ভারত টি২০ বিশ্বকাপ জিতেছে। ২০২৩ সালে, ভারত ৫০ ওভারের বিশ্বকাপে রানার-আপ ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অন্যতম ফেভারিট দল হিসাবেই খেলতে নামবে। ভারত নিজেদের পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করে, তার উপর সাফল্য নির্ভর করবে।
এমনিতেই সীমিত ওভারের ক্রিকেটে ভারত বড় শক্তি।" "চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব দলই শক্তিশালী। এখনই বলা কঠিন কে চ্যাম্পিয়ন হবে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা—অনেক দলই শক্তিশালী। পাকিস্তানও আছে, কারণ টুর্নামেন্টটি উপমহাদেশের আয়োজিত হচ্ছে। টুর্নামেন্টের সময় কে ভালো খেলে তাঁর ওপরেই ফলাফল নির্ভর করবে," সৌরভ বলেছেন।