/indian-express-bangla/media/media_files/2025/06/24/rajkumar-rao-and-sourav-ganguly-2025-06-24-19-13-37.jpg)
রাজকুমার রাও এবং সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly Biopic: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিক তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। লিড অ্যাক্টর থেকে সাপোর্টিং কাস্ট, প্রত্যেকের নাম কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে (Rajkummar Rao)। সৌরভ নিজেও জানিয়েছেন, রাজকুমার রাওয়ের থেকে ভাল তাঁর চরিত্রকে আর কেউ রুপোলি পর্দায় ফুটিয়ে তুলতে পারতেন না। শোনা যাচ্ছে, ২০২৬ সালের ডিসেম্বর মাসে এই সিনেমাটি মুক্তি পাবে। পরের বছর শুরু থেকেই চালু হবে শ্যুটিংয়ের কাজ।
বায়োপিকে থাকবে ন্যাটওয়েস্টে দাদাগিরি-র দৃশ্যও
প্রসঙ্গত, ১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত সৌরভ শুধুমাত্র ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেননি, দীর্ঘ সময় তিনি টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই-কে একটি ইন্টারভিউ দিয়েছেন সৌরভ। সেখানেই তিনি বলেন, 'আগামী বছর ডিসেম্বর মাসে এই সিনেমাটি রিলিজ হবে। প্রি-প্রোডাকশন, গল্প লেখা এবং প্রেক্ষাপট তৈরি করার জন্য অনেকটা সময় লাগে। যদিও শ্যুটিংয়ে খুব একটা বেশি সময় লাগে না। মোটামুটি মাস তিনেকের মধ্যেই শ্যুটিংয়ের যাবতীয় কাজ শেষ হয়ে যায়। এরপর বাকি থাকে পোস্ট প্রোডাকশনের কাজ।' সূত্রের খবর, সৌরভের এই বায়োপিকে লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে আইকনিক মোমেন্টও দেখানো হবে। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জেতার পর লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি উড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
Sourav Ganguly: সৌরভের জন্যই বিশ্বকাপে বাদ! তিন মাস 'দাদা'র সঙ্গে কথা বলেননি টিম ইন্ডিয়ার সুপারস্টার
নিজের বায়োপিকের ব্যাপারে আগ বাড়িয়ে কোনও পরামর্শ দিতে চান না। টেস্ট এবং একদিনের ক্রিকেটে সৌরভ মোট ১৮,৫৭৫ রান করেছেন। এরমধ্যে আবার ৩৮ শতরান রয়েছে। তবে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক হিসেবে তাঁর যথেষ্ট নামডাক রয়েছে। কিন্তু, নিজের চরিত্রে রাজকুমারকে দেখে কেমন লাগবে? এই প্রশ্নের জবাবে মহারাজ বললেন, 'আমি মনে করি যে একেবারে যোগ্যতম অভিনেতাই এই কাজটা করছেন। যে কোনও ব্যাপারে আমি ওঁকে সাহায্য করতে পারি।' এই বায়োপিকের নাম কী হবে, সেই ব্যাপারে নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ইতিপূর্বে, রাজকুমার রাও একটি বায়োপিকে কাজ করেছেন। শ্রীকান্ত ভোলার জীবন নিয়ে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। শ্রীকান্ত একজন জন্মান্ধ ছিলেন। কিন্তু, দেশ-বিদেশ থেকে শিক্ষা গ্রহণ করে তিনি বড় ব্যবসা খাড়া করেন।