New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/Sourav-ganguly-birthday.jpg)
জীবনের বাইশ গজে হাফসেঞ্চুরি করে ফেললেন সৌরভ। স্মরণীয়তম জন্মদিন পালন করলেন লন্ডনের রাস্তায়।
শুক্রবার ৫০ বছরে পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার অবশ্য বর্তমানে দেশে নেই। ইংল্যান্ডে রয়েছেন। বিদেশে থাকলেও বার্থডে সেলিব্রেশনে অবশ্য কোনও খামতি থাকল না সৌরভের।
লন্ডনের রাস্তায় সৌরভকে দেখা গেল স্ত্রী ডোনা, কন্যা সানার সঙ্গে চুটিয়ে নাচছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে শাহরুখ খানের বিখ্যাত বলিউডের গান।
শাহরুখের 'ওম শান্তি ওম' সিনেমার 'দিওয়াঙ্গি দিওয়াঙ্গি' গানের তালে তালে পা মেলালেন সৌরভ। সস্ত্রীক কন্যা সানার সঙ্গে সৌরভের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মাঝরাস্তায় এরকম প্রাণখোলা সৌরভকে কবে পাওয়া গিয়েছে, তাও আবার লন্ডনে!
বন্ধু, স্ত্রী ডোনা এবং কন্যা সারার সঙ্গে স্মরণীয়তম জন্মদিন হয়ে থাকল সম্ভবত এটাই। সৌরভ যখন নাচছেন, সেই সময় ডোনা-সানাকে আবার দেখা গিয়েছে রাস্তার পাশে সাইডওয়াকে বসে থাকতে। সেই সময়েই কন্যা সানাকে ডেকে নেন সৌরভ। তারপরই একসঙ্গে চলে উদ্দাম নৃত্য।
Sourav Ganguly Celebrating 50th B'day dancing Midnight with daughter Sana & Wife Dona Ganguly in London.@SGanguly99 #HappyBirthdayDada #BCCI #SouravGanguly #SouravGangulybirthday #birthday #Cricket #Dada pic.twitter.com/DO5sNr3bKy
— Vineet Sharma (@Vineetsharma906) July 8, 2022
আরও পড়ুন: চ্যাপেলকে কোচ করাই কি কাল হয়েছিল! ৫০তম জন্মদিনে বিষ্ফোরক সৌরভ
এর আগে সৌরভের বার্থডে সেলিব্রেশনের ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে সৌরভের সঙ্গেই দেখা গিয়েছিল বোর্ড সচিব জয় শাহ, ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, বন্ধু সতীর্থ কিংবদন্তি শচীন রমেশ তেন্ডুলকরকে।
বোর্ডের সমস্ত শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে সৌরভ এজবাস্টন টেস্টে হাজির ছিলেন। সৌরভ-জয় শাহরা থাকলেও ভারত অবশ্য ভালো পারফরম্যান্স করেও শেষমেশ হেরে যায় ইংল্যান্ডের কাছে। ৭ উইকেটে।