Happy Birthday Sourav Ganguly: ৪৬-এ পা দিলেন সৌরভ, চার ধাপে অভিনব শুভেচ্ছা বীরুর

Happy Birthday Dada Sourav Ganguly: জন্মদিনে বাঙালির দাদা ও বিশ্বের ‘প্রিন্স অফ ক্যালকাটা’ শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছেন টুইটারে। যদিও সেরা টুইট এসেছে বীরেন্দ্র শেহওয়াগের থেকেই। চার ধাপে সৌরভের মাহত্ম্য বোঝাতেই এমন টুইট বীরুর।

Happy Birthday Dada Sourav Ganguly: জন্মদিনে বাঙালির দাদা ও বিশ্বের ‘প্রিন্স অফ ক্যালকাটা’ শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছেন টুইটারে। যদিও সেরা টুইট এসেছে বীরেন্দ্র শেহওয়াগের থেকেই। চার ধাপে সৌরভের মাহত্ম্য বোঝাতেই এমন টুইট বীরুর।

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav Ganguly

সৌরভ গঙ্গোপাধ্য়ায় (ফাইল চিত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস)

Happy Birthday Dada Sourav Ganguly: রবিবার ৪৬-এ পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। গতকালই ৩৭ পূর্ণ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের দুই সেরা অধিনায়কের জন্মদিন।

Advertisment

দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কই নন, সৌরভ ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান।বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার মতো টিমের সঙ্গে চোখে চোখ রেখে লড়ার মন্ত্রটা তিনিই শিখিয়ে দিয়েছিলেন।

সৌরভের সম্বন্ধে সেরা মন্তব্যটা করেছিলেন তাঁরই প্রাক্তন সতীর্থ রাহুল দ্রাবিড়। ‘দ্য ওয়াল’ বলেছিলেন, “অফসাইডে প্রথমে ভগবান তারপর সৌরভ গাঙ্গুলি।’’ এদিন বিসিসিআইও দ্রাবিড়ের সেই বিখ্যাত উক্তি ধরেই সৌরভকে শুভেচ্ছা জানিয়েছে।

Advertisment

জন্মদিনে বাঙালির দাদা ও বিশ্বের ‘প্রিন্স অফ ক্যালকাটা’ টুইটারে শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছেন। যদিও সেরা টুইট এসেছে বীরেন্দ্র শেহওয়াগের থেকেই। চার ধাপে সৌরভের মাহত্ম্য বোঝাতেই এমন টুইট বীরুর। চারটি ছবিও ব্যবহার করেছেন বিষয়টা বোঝাতে। বীরু ছাড়াও সিএবি-র সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস  লক্ষ্মণ ।

লর্ডসে সেঞ্চুরি করেই টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন সৌরভ। দেশের জার্সিতে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে তিনি তৃতীয় সর্বোচ্চ রানের মালিক (১৮,৫৭৫ রান)। বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি রানও (১৮৩ রান) সৌরভের ঝুলিতে।

বিদেশের মাটিতে এখনও ভারতের সবচেয়ে সফল অধিনায়ক বেহালার বীরেন রায় রোডের এই বাসিন্দা। সৌরভ মানে আজও  ন্যাটওয়েস্ট ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে জার্সি খুলে ঘোরানো।

Sourav Ganguly