/indian-express-bangla/media/media_files/2025/09/13/sourav-ganguly-1-2025-09-13-21-52-18.jpg)
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly: আগামী রবিবার অর্থাৎ ১৪ সেপ্টেম্বরই কি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের নতুন সভাপতি পদে সিলমোহর পড়ে যাবে? আপাতত সেই জল্পনাতেই উত্তাল বঙ্গ ক্রিকেট। সূত্রের খবর, রবিবারই সৌরভ মনোনয়ন জমা দিতে পারেন। তবে তার থেকেও বড় কথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির সিংহাসনে ফের বসতে চলেছেন মহারাজ। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট প্রশাসনে ফের সৌরভ? এই একটা ইঙ্গিতেই স্পষ্ট যাবতীয় ছবি
বাকি প্যানেলে থাকবেন কারা?
তবে সিএবি মসনদের বাকি প্যানেলে কারা থাকবেন, তা নিয়ে ইতিমধ্যে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। এই ব্যাপারে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকেও যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। শোনা যাচ্ছে, সচিব পদে নাকি বাবলু কোলেকে ফের দেখা যেতে পারে। যুগ্মসচিব হতে পারেন মদনমোহন ঘোষ। অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে আসতে পারেন সঞ্জয় দাস। রবির দুপুরেই সৌরভ গোটা প্যানেলসহ মনোনয়ন পত্র জমা দেবেন।
Sourav Ganguly Head Coach: এবার 'হেড কোচ' হচ্ছেন সৌরভ, উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট সমর্থকরা
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ বৈঠক আয়োজন করা হবে। শোনা যাচ্ছে, এই বৈঠকে নাকি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের হয়ে প্রতিনিধিত্ব করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
Sourav Ganguly: স্ত্রী ডোনাকে নিয়ে 'গোপন কথা' ফাঁস করলেন সৌরভ, বলে ফেললেন সবার সামনে
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ বৈঠকে কারা অংশগ্রহণ করবেন, সেই তালিকা রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আগেই চেয়ে পাঠিয়েছিল বিসিসিআই। গত ১২ সেপ্টেম্বর নাম জমা দেওয়ার অন্তিম তারিখ ধার্য্য করা হয়েছিল। শোনা যাচ্ছে, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আগামী সভাপতি হতে পারেন সৌরভ। লোধা কমিটির নিয়ম অনুসারে, স্নেহাশিস এই পদে আর থাকতে পারবেন না। প্রায় ৬ বছর পর তাঁকে কুলিং পিরিয়ডে যেতে হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us