Advertisment

কোহলিকে নেতৃত্ব থেকে সরিয়েছেন তিনিই! ভয়ঙ্কর অভিযোগের মুখে দাদাগিরির মঞ্চেই বোমা ফাটালেন সৌরভ

কোহলিকে ছাঁটাইয়ে নিজের ভূমিকা অস্বীকার করলেন সৌরভ

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Kohli

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলি (টুইটার)

ভারতীয় ক্রিকেটে অন্যতম বিতর্কিত ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে এই ঘটনা। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি দ্বন্দ্বে উত্তাল হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। কলঙ্কিত হয়েছিল ভারতীয় ক্রিকেট। ইগোর যুদ্ধে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন দুই পক্ষই প্রকাশ্যে।

Advertisment

তবে সেই সব ঘটনা এখন অতীত। সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে দাবি করলেন বিরাট কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়ে তাঁর অন্তত কোনও হাত ছিল না। জনপ্রিয় কুইজ শো দাদাগিরির সঞ্চালনা করতে গিয়ে সৌরভ এবার সেই বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন, "বিরাট কোহলিকে মোটেই নেতৃত্ব থেকে সরিয়ে দিইনি। এর আগেও বহুবার এই বিষয়ে বলেছি। টি২০'তে ও মোটেই নেতৃত্ব দানে আগ্রহী ছিল না। এই বিষয়ে ও সিদ্ধান্ত নেওয়ার পরেই ওঁকে বলি, তুমি যদি টি২০-র নেতা হিসেবে থাকতে না চাও, তাহলে পুরোপুরি সীমিত ওভারের ক্যাপ্টেনশিপ থেকেই সরে যাও। টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেটে আলাদা আলাদা ক্যাপ্টেন থাকাই শ্রেয়।"

"রোহিত শর্মাকে জোর করে নেতৃত্ব দিতে বাধ্য করি। কারণ ও তিন ফরম্যাটে নেতৃত্ব দিতে চাইছিল না। হয়ত এই বিষয়ে আমার কিছুটা অবদান রয়েছে। তবে প্রশাসনে যেই থাকুন না কেন, ক্রিকেটাররাই মাঠে নেমে পারফর্ম করে। মাঠের বাইরে ব্যক্তিরা সেই অবদান রাখতে পারেন না। আমাকে ক্রিকেটের উন্নতির জন্য বোর্ড প্রেসিডেন্ট করা হয়েছিল। তারই এটা অল্পস্বল্প অবদান।"

২০২১ টি২০ ওয়ার্ল্ড কাপের পরেই কোহলি স্বল্পতম ক্রিকেট ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। তবে ঠিক কয়েক সপ্তাহ পরে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণার সময় কোহলিকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়।

এরপরে অপমানিত কোহলি প্রোটিয়াজ সফরে যাওয়ার ঠিক আগেই বিস্ফোরক প্রেস কনফারেন্সে সরাসরি বোর্ডের শীর্ষ পদাধিকারীদের কাঠগড়ায় তোলেন। বলে দেন, তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার মাত্র আধঘন্টা আগে জানানো হয়। যে ঘটনা বোর্ডের তরফে সরাসরি অস্বীকার করা হয়। অপমানিত কোহলি এরপরে টেস্টের নেতৃত্বও।ছেড়ে দেন।

২০১৭-য় ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর তিন ফরম্যাটেই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন করা হয় বিরাটকে। বিরাটের নেতৃত্বে টেস্টে অপরাজেয় শক্তি হিসাবে বিশ্বক্রিকেটে আবির্ভাব ঘটে ভারতের। পরিসংখ্যান বিচার্য হলে, বিরাট-ই টিম ইন্ডিয়ার সফলতম টেস্ট অধিনায়ক। ৪৮ টেস্টে নেতৃত্ব দিয়ে কোহলি ৪০টিতেই জয় পেয়েছেন। তাঁর নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এবং ২০১৮ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পৌঁছয়। যদিও কাপ জয় অধরাই থেকেছিল ভারতের।

Indian Team Virat Kohli BCCI Sourav Ganguly Indian Cricket Team
Advertisment