/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/sreelekha-sourav.jpg)
Sreelekha Mitra, Sourav Ganguly, RG Kar rape case: শ্রীলেখার সমালোচনার পর মুখ খুললেন সৌরভ (টুইটার স্ক্রিনগ্র্যাব)
Sourav Ganguly on RG Kar Doctor rape murder: নারকীয় ধর্ষণ কাণ্ডে যখন গোটা দেশ উত্তাল, স্তব্ধ, সেই সময়েই কিছুটা উল্টো পথে হেঁটেছিলেন সৌরভ। আরজি করের ধর্ষণ কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাগিয়ে দিয়ে সৌরভ বলে দিয়েছিলেন, একটি ঘটনা ধরে সামগ্রিক রাজ্যের বিচার করা উচিত হবে না।
মহারাজের সেই বিতর্কিত মন্তব্যের পর ফুঁসে উঠেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বৃহস্পতিবার রাতে প্রতিবাদ মিছিলে পা মেলানোর ফাঁকে এক প্রচারমাধ্যমে সৌরভের কড়া সমালোচনা করেন। কোনও রাখঢাক না করে অভিনেত্রী বলে দেন, "সরি টু সে সৌরভ গাঙ্গুলি। সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন। তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো!… এইসব সোহম হর্লিক্সের পার্টি, তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় হয়ে গিয়েছে। যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি, তাঁরা মানুষ বলার যোগ্য নয়। তাঁদের টেনে নামিয়ে আনো নীচে।"
Sourav Ganguly's statement against RG Kar Raped and Murdered.#RGKarMedicalcollege#RGKAR#WeWantJustice#KolkataDoctor#murder#sreelekha#JusticeForMoumita#doctor#MamataBanerjeepic.twitter.com/tPZyQe3zcM
— VOB- Voice of Bengal (@VOB_WB) August 17, 2024
এমন মন্তব্যের প্রেক্ষিতেই ফের একবার মুখ খুললেন সৌরভ। জানিয়ে দিলেন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। শনিবার সাংবাদিকদের সামনে মহারাজের আরও সংযোজন, "কীভাবে আমার বক্তব্য ব্যাখ্যা করা হয়েছে জানি না। তবে এটা ভয়াবহ ঘটনা। আমি চাই দোষীদের কড়া শাস্তি হোক যাতে ভবিষ্যতে এমন কাজ মাথাতেই না আসে। শাস্তি কঠোরতম হওয়া দরকার।"
আরও পড়ুন: প্রতিবাদের ‘ভয়ে’ বাতিল ডুরান্ড-ডার্বি, পৈশাচিক ধর্ষণের বিচার চাইতে ফুটবল মাঠে যাওয়া হল না শহরের
গোটা রাজ্য তো বটেই দেশজুড়ে চিকিৎসকদের একাধিক সংগঠন কর্মবিরতির ডাক দিয়েছে। তাতে আবার ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা। সৌরভ এই বিষয়ে বলেছেন, "প্রতিবাদ সব কিছুই ঠিক আছে। কিন্তু মানুষের চিকিৎসা পরিষেবাও তো প্রয়োজন। আপদকালীন ক্ষেত্রে চিকিৎসক মহল মানুষদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।"
“It was just a stray incident.”
~ says Sourav Ganguly about #KolkataDoctor gangrape and murder.
I used to be a huge fan of this man. pic.twitter.com/w8N9zhrqSb— Abhijit Majumder (@abhijitmajumder) August 17, 2024
ঘটনাচক্রে চলতি এই বিক্ষোভের আবহে সৌরভ মুখ খুলে বলেছিলেন, "এটা ভীষণ ভুল। এটা ঠিক নয়। সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সিসিটিভি লাগাতে হবে। ভারত একটা দারুণ দেশ, সেটা পশ্চিমবঙ্গ বা অন্য কোনও রাজ্য হোক। বেশ ভালো শহরে, ভালো রাজ্যে আমরা বাস করি। একটা ঘটনা দিয়ে গোটা ব্যবস্থার বিচার করা উচিত নয়। তবে কড়া ব্যবস্থা নিতে হবে। হাসপাতাল, রাস্তায় সর্বত্র সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়াতে হবে।"