আপাতত শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে এমনটাই জানাল হাসপাতাল। আরটিপিসিআর টেস্টে কোভিড পজিটিভ ধরা পড়ার পরে সৌরভ গঙ্গোপাধ্যায় সোমবার রাতে উডল্যান্ডসে ভর্তি হয়েছিলেন।
তারপরে মঙ্গলবারও বোর্ড সভাপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সৌরভের রক্তে অক্সিজেন সম্পৃক্ততার মাত্রা ৯৯ ছিল। সৌরভের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে মনোক্লোনাল এন্টি বডি ককটেল থেরাপি। যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা চিকিৎসায়ও ব্যবহৃত হয়েছিল। হাসপাতালের সিইও রুপালি বসু এক বিবৃতিতে বুধবার জানিয়েছেন, মঙ্গলবার রাতে ভাল ঘুমিয়েছেন মহারাজ। সকালে উঠে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ সেরেছেন।
আরও পড়ুন ট্রাম্পের ‘ককটেলে’ই করোনা চিকিৎসা দাদার! প্রতি ইঞ্জেকশনেই খরচ আকাশছোঁয়া
জানানো হয়েছে, সৌরভের চিকিৎসায় যে তিন চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন হয়েছিল, তাঁরা আপাতত সৌরভের স্বাস্থ্যের দিকে কড়া নজর রাখছেন।
এর আগে চলতি বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় উডল্যান্ডসের ভর্তি হয়েছিলেন। তারপরে সৌরভের হৃদধমনীতে স্টেন্ট বসানো হয় তড়িঘড়ি।
এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস করোনা আক্রান্ত হয়েছিলেন।