মঙ্গলবার সাত সকালেই দুঃসংবাদ! সৌরভ সোমবার রাতে মৃদু করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানা যায় মঙ্গলবার সকালে। তারপরেই গোটা দেশ মন খারাপের চাদরে ডুবে গিয়েছে। আকুল প্রার্থনা চলছে দেশ জুড়ে।
ওড়িশার বালু-ভাস্কর্য শিল্পী সুদর্শন থেকে শহরের ছাপোষা কলেজ ছাত্রী- প্রিয় মহারাজের আকস্মিক শারীরিক অসুস্থতা সকলকে দুশ্চিন্তায় ভরিয়ে দিয়েছে।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় সৌরভকে এবার ককটেল থেরাপি! শোনা হচ্ছে দেবী শেঠির পরামর্শও
জানা গিয়েছে, সোমবার হালকা অসুস্থতা নিয়ে উডল্যান্ডসে গিয়েছিলেন তিনি। আরটিপিসিআর টেস্টে কিছুক্ষণের মধ্যেই পজিটিভ রিপোর্ট আসে তাঁর। তবে তিনি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা, তা জানা যায়নি। রক্তের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য।
মৃদু উপসর্গের সঙ্গে ভাইরাল লোডের মাত্রাও বেশি ছিল। সেই কারণে সোমবার রাতেই ককটেল থেরাপি প্রয়োগ করা হয় সৌরভের ওপর। আপাতত তিনি সুস্থ রয়েছেন, এমনটা জানা যাচ্ছে।
এছাড়াও জানানো হয়েছে, সৌরভের চিকিৎসার জন্য হাসপাতালের তরফে বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডে রয়েছেন চিকিৎসক সরোজ মন্ডল, সপ্তর্ষি বসু এবং সৌতিক পান্ডা। মেডিক্যাল বোর্ডে থাকা চিকিৎসকরা দেবী শেঠি এবং আফতাব খানের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা সারছেন।
এর আগে চলতি বছর ২ জানুয়ারি জিম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌরভ। সেই সময় হার্ট অ্যাটাক হয়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানোর পর দেখা যায় সৌরভের হৃদযন্ত্রে বড় সমস্যা রয়েছে। তিনটি ব্লকের ধরা পড়ে। সেই সময়ই একটি স্টেইন বসানো হয়। তারপর ডাক্তারদের পরামর্শ বাড়িতেই পর্যবেক্ষণে ছিলেন সৌরভ।
গত ২৭ জানুয়ারি শারীরিক অসুস্থতার কারণে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হন সৌরভ। বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন দাদা। মহারাজকে চিকিৎসা করার জন্য প্রথমে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন হয়। তারপর সৌরভ এবং তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবি শেঠি ও মুম্বইয়ের ডাক্তার অশ্বিন মেহেতা কলকাতায় আসেন। এই দুই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনেই সৌরভের হৃদযন্ত্রের দুটি ব্লকেজে স্টেইন বসানো হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন