Team India Gautam Gambhir and Head coach: টি২০ বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের মেয়াদ শেষ হচ্ছে। বিসিসিআইয়ের তরফে পরবর্তী কোচের অনুসন্ধান জারি রয়েছে। তবে এমন আবহেই সুকৌশলে নিজের নাম ভাসিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সরাসরি টিম ইন্ডিয়া কোচিংয়ের ইচ্ছা প্রকাশ করলেন মহাতারকা।
কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলে দেন, "ভারতীয় দলের কোচ হলে ভালোই লাগবে।" ভারতের কোচ হওয়ার দৌড়ে আপাতত এগিয়ে গৌতম গম্ভীর। দ্রাবিড়ের পরবর্তীতে কোচের পদে একাধিক বিদেশি কোচের নাম ভেসে উঠেছিল। এই তালিকায় রয়েছেন জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং থেকে স্টিফেন ফ্লেমিংয়ের নাম-ও। বোর্ডের অস্বস্তি বাড়িয়ে ল্যাঙ্গার-পন্টিং বলে দিয়েছিলেন, বিসিসিআইয়ের তরফে কোচিংয়ের অফার পেলেও নাকচ করে দিয়েছেন তাঁরা। বোর্ডের ভাবমূর্তি রক্ষায় এরপরেই আবির্ভাব ঘটে জয় শাহের। তিনি সরকারিভাবে বিবৃতি দিয়ে বলে দেন, কোনও অস্ট্রেলীয়কে হেড কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি।
গম্ভীরও যে হেড কোচের পদে উপযুক্ত তা-ও জানিয়ে রেখেছেন সৌরভ। বলে দিয়েছেন, "ও যদি হেড কোচ হতে চায়, তাহলে দারুণ প্রার্থী হবে।" গম্ভীর অবশ্য কোচ নয়, মেন্টর হিসাবে আইপিএলে ফুল ফুটিয়েছেন। লখনৌকে টানা দুবার প্লে অফে তুলতে সাহায্য করেছেন। কেকেআরের মেন্টর হয়েই এক দশকের পুরনো ট্রফি খরা কাটিয়ে দিয়েছেন। তাঁর ছোঁয়া পেয়েই কেকেআর তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন হয়েছে।
এমনিতেই গম্ভীরের নাম এখনও সরকারিভাবে ঘোষণা করেনি বোর্ড। গম্ভীর হেড কোচের উপযুক্ত হলেও কখনও কোচিংয়ের অভিজ্ঞতা নেই। এই বিষয়টিই ভাবাচ্ছে বিসিসিআইকে। তাই আপাতত ধীরে চলো নীতি নিয়েছে বোর্ড। জানা গিয়েছে, বিশ্বকাপের পর জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ড সিরিজে এনসিএর কোচিং স্টাফদের ওপর বাড়তি দায়িত্ব দেওয়া হবে। জাতীয় দলের সঙ্গে অস্থায়ীভাবে মাত্র দুটো সিরিজের জন্য জুড়ে দেবে বোর্ড। তারপরে হেড কোচের নাম ঘোষণা করা হবে ধীরে সুস্থে।
এমন আবহেই সৌরভের কোচিংয়ের ইচ্ছাপ্রকাশ নতুন করে ভাবতে বাধ্য করবে বিসিসিআইকে।