Advertisment

করোনা নিয়ে বড় ঘোষণা সৌরভের, জানালেন সংক্রমণ নিয়ে মহাশঙ্কার কথা

সংক্রমণ হয়ত খেলার জগত পুরোটাই বদলে দিয়েছে। তবে সৌরভ মনে করেছেন পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাটসম্যানদের কাছে বিভিন্ন পিচে ব্যাটিং করা চ্যালেঞ্জের হয়ে পড়বে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সৌরভ গঙ্গোপাধ্যায়

করোনার প্রকোপ যেভাবে বাড়ছে, তাতে চলতি বছরে সংক্রমণের মাত্রা হয়ত আর কমবে না। এমনটাই মনে করছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে যেন অনেকটাই জানিয়ে দিলেন, চলতি বছরে দেশে আইপিএল আয়োজন হওয়ার সম্ভবনা কার্যত শূন্য।

Advertisment

জাতীয় দলের টেস্ট ওপেনার মায়ঙ্ক আগারওয়ালের সঙ্গে টুইটারে আলোচনা করছিলেন সৌরভ। সেখানেই করোনার প্রকোপ নিয়ে প্রশ্ন ভেসে আসে। তারপরেই সৌরভ সাফ জানিয়ে দেন, "সামনের দু-তিন মাস আরো কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের এটা সহ্য করতে হবে। তবে এই বছরের শেষের দিকে অথবা নতুন বছরের শুরুতে স্বাভাবিক জীবন ফিরে আসবে।"

বিসিসিআইয়ের তরফে কার্যত ঠিক করে ফেলা হয়েছে আইপিএলের দিনক্ষণ। জানানো হয়েছে, সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের শুরুতে আইপিএলের আয়োজন করা হতে পারে।

বোর্ড কর্তারা প্রাণপনে চেষ্টা করছেন যাতে দেশেই লিগ আয়োজন করা যায়। তবে এই মুহূর্তে সংক্রমণের নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরেই তৃতীয় স্থানে রয়েছে ভারত। এমন অবস্থায় দেশে আইপিএল আয়োজনের আশা কার্যত ছেড়েই দিয়েছে বোর্ড।

সোমবারই আবার শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহির পর তৃতীয় দেশ হিসাবে আইপিএল আয়োজন করার ইচ্ছাপ্রকাশ করেছে নিউজিল্যান্ড। সৌরভ অবশ্য আইপিএলের জন্য আশাবাদী। জানিয়েছেন, "প্রতিষেধক বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করব। ততদিন পর্যন্ত আমাদের একটু সতর্ক হয়ে থাকতে হবে। আমরা সবাই জানি বিশ্বজুড়ে কী হয়ে চলেছে। তাই আমরা মোটেই অসুস্থ হয়ে পড়তে চাই না। একবার ভ্যাকসিন বেরিয়ে গেল অন্যান্য রোগের মতোই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে পড়বে।"

সংক্রমণ হয়ত খেলার জগত পুরোটাই বদলে দিয়েছে। তবে সৌরভ মনে করেছেন পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাটসম্যানদের কাছে বিভিন্ন পিচে ব্যাটিং করা চ্যালেঞ্জের হয়ে পড়বে। "সব পিচে ব্যাটিং ট্যাকটিক্স মোটেই এক হবে না। স্লো পিচে যেভাবে খেলতে হবে, ঘূর্ণি পিচে খেলার বিষয় আলাদা হবে। ফ্ল্যাট পিচে আরো খেলার ধরণ বদলাতে হবে। কোভিড আপাতত রিকভারির পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আশা করি, এই বছরের শেষে পরিস্থিতি ঠিকথাক হয়ে যাবে।"

BCCI Sourav Ganguly corona virus
Advertisment