Advertisment

Sourav Ganguly on Doctor Rape Murder: একটা ঘটনা দেখে গোটা সিস্টেমকে দোষ দেওয়া উচিত নয়! RG Kar ইস্যুতে ভয়ানক বিতর্কিত মন্তব্য সৌরভের

Kolkata Doctor news: আরজি কর কাণ্ডে প্রকাশ্যে মুখ খুললেন সৌরভ, কড়া নিন্দায় মুখর মহারাজ

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly, RG Kar, সৌরভ গাঙ্গুলি, আরজি কর,

Sourav Ganguly-RG Kar: বামদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডানদিকে আন্দোলনকারীরা।(এক্সপ্রেস ফটো- পার্থ পাল এবং টুইটার)

Sourav Ganguly on RG Kar Doctor rape murder: কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন ক্রিকেট কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। 'একজন মেয়ের বাবা হিসেবে' সৌরভ এই ঘটনায় প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। রবিবার এই ঘটনায় মুখ খোলেন সৌরভ। হাসপাতালে ওই মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেন।

Advertisment

এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ বলেন, 'একজন মেয়ের বাবা হিসেবে' তিনি আরজি কর হাসপাতালের ঘটনায় রীতিমতো শঙ্কিত। একইসঙ্গে সৌরভ নিজের ধারণা জানিয়ে বলে দিয়েছেন, গোটা দেশে পশ্চিমবঙ্গকে সাধারণত নিরাপদ বলেই মনে করা হয়। আর, একটা ঘটনার জেরে গোটা ব্যবস্থাকে নিরাপদ মনে না করাটাও ঠিক নয়।

এই ইস্যুতে সৌরভের বয়ান, "এটা ভীষণ ভুল। এটা ঠিক নয়। সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সিসিটিভি লাগাতে হবে। ভারত একটা দারুণ দেশ, সেটা পশ্চিমবঙ্গ বা অন্য কোনও রাজ্য হোক। বেশ ভালো শহরে, ভালো রাজ্যে আমরা বাস করি। একটা ঘটনা দিয়ে গোটা ব্যবস্থার বিচার করা উচিত নয়। তবে কড়া ব্যবস্থা নিতে হবে। হাসপাতাল, রাস্তায় সর্বত্র সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়াতে হবে।"

সৌরভের কথায়, 'এটা একটা জঘন্য ঘটনা। এই ধরনের অপরাধের ক্ষেত্রে ক্ষমার কোনও জায়গা নেই। এই ধরনের ঘটনা অন্যত্রও ঘটে থাকে। কিন্তু, এবার এটা হাসপাতালের মধ্যে হয়েছে।' আর, এই কারণেই হাসপাতালগুলোর নিরাপত্তা বাড়ানো উচিত বলেই সৌরভ দাবি তুলেছেন। নিহত শিক্ষার্থী চিকিৎসককে হাসপাতালের মধ্যেই ধর্ষণ করে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনা এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। ওই ব্যক্তি এমনিতে বহিরাগত হলেও ঘনঘন হাসপাতালে যাতায়াত করত। শনিবারও ওই ব্যক্তি হাসপাতালে গিয়েছিল বলেই অভিযোগ।

তবে সৌরভ মনে করেন যে একটা ঘটনার জন্য গোটা ব্যবস্থাপনাকে দোষ দেওয়াটা ঠিক নয়। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ সত্যিই অত্যন্ত ভালো রাজ্য। একটা অত্যন্ত ভালো শহরে আমরা বাস করি। তাই একটা ঘটনা দিয়ে সবকিছুর বিচার করাটা ঠিক নয়।' পুলিশ এই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। ধৃতের নাম সঞ্জয় রায়। এই ঘটনার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের ছয় ঘণ্টা পরে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ধৃত সঞ্জয় রায়ের বয়স ৩৩। তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পরে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

অভিনেত্রী শ্রীলেখা মিত্র যদিও এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। এক প্রচারমাধ্যমে তিনি বলেছেন, "সরি টু সে সৌরভ গাঙ্গুলি। সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন। তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো!… এইসব সোহম হর্লিক্সের পার্টি, তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় হয়ে গিয়েছে। যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি, তাঁরা মানুষ বলার যোগ্য নয়। তাঁদের টেনে নামিয়ে আনো নীচে।"

আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় প্রতি পদক্ষেপে অসম্মানিত হতে হয়েছিল! বিস্ফোরকভাবে মুখ খুললেন টিম ইন্ডিয়া তারকা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সঞ্জয় রায় ২০১৯ সাল থেকে কলকাতা পুলিশে যুক্ত। প্রথম ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সিভিক ভলান্টিয়ার হিসেবে সে কলকাতা পুলিশে কাজ শুরু করেছিল। তারপরে কলকাতা পুলিশের ওয়েলফেয়ার সেলে তাঁকে স্থানান্তরিত করা হয়। তারপর নিজের প্রভাব খাটিয়ে অভিযুক্ত কলকাতা পুলিশের ৪র্থ ব্যাটেলিয়নের আবাসনে থাকতে শুরু করে। যার জেরে আরজি কর হাসপাতালে তাঁর পোস্টিং হয়। হাসপাতালের পুলিশরক্ষীদের তালিকায় সে-ও ছিল। আর, তার সূত্রেই হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্টে ছিল তার অবাধ যাতায়াত।

Sourav Ganguly Murder rape Case RG Kar Medical College
Advertisment