Sourav Ganguly News in Bengali: বড় দায়িত্ব পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আরও একবার আন্তর্জাতিক ক্রিকেট পরিষদে (ICC) পুরুষ ক্রিকেট সমিতির অধ্যক্ষ হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, টিম ইন্ডিয়ার অপর প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণকেও এই সমিতির সদস্য হিসেবে নির্বাচন করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) আইসিসি-র পক্ষ থেকে এই পুনর্নিয়োগের ব্যাপারে ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২১ সালে প্রথমবার আইসিসি সৌরভের হাতে এই দায়িত্ব তুলে দিয়েছিল। সৌরভের আগে এই পদে নিযুক্ত ছিলেন অনিল কুম্বলে। তিনি ৩ বছরের মেয়াদ শেষ করে পদত্যাগ করেন।
সৌরভ ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটার এই সমিতিতে জায়গা পেয়েছেন
সৌরভ এবং লক্ষ্মণ ছাড়া ক্রিকেট বিশ্বের আরও কয়েকজন কিংবদন্তী তারকা এই সমিতিতে জায়গা পেয়েছেন। তালিকায় নাম রয়েছে আফগানিস্তানের প্রাক্তন বোলার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্যাটার ডেসমন্ড হেইনস, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার জোনাথন ট্রট
এক নজরে সৌরভের ক্রিকেট কেরিয়ার
একদিনের ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায় ১০ হাজারের বেশি রান করেছেন। ক্রিকেট বিশ্বে খুব কম ব্য়াটারই এই মাইলফলক অর্জন করেছেন। ভারতীয় ক্রিকেট দলের সাফল্যের পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। ২০০০ সালে ভারতীয় ক্রিকেট দল যখন ম্য়াচ গড়াপেটার কালো অন্ধকারে ডুবে যাচ্ছিল, সেই সময় টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব সৌরভের কাঁধে তুলে দেওয়া হয়। ভারতীয় ক্রিকেট দলে বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, হরভজন সিং এবং জাহির খানের মতো ক্রিকেটারদের সুযোগ দিয়েছিলেন সৌরভ। তাঁর আক্রমণাত্মক অধিনায়কত্ব ভারতীয় ক্রিকেট দলকে একটা আলাদা আত্মবিশ্বাস জুগিয়েছিল।
সৌরভের অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল বিদেশের মাটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ জয় করে। ২২ গজ থেকে অবসর গ্রহণ করার পর সৌরভ ক্রিকেট প্রশাসনের দিকে পা বাড়ান। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতিও নিযুক্ত হয়েছিলেন। বর্তমানে তিনি আইপিএল টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে দায়িত্ব পালন করছেন।