হাফসেঞ্চুরি করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জীবনের খাতায় সৌরভ হাফসেঞ্চুরি করার দিনেই ভাইরাল হয়ে গেল বীরেন্দ্র শেওয়াগের এক ভিডিও। যেখানে বিধ্বংসী ওপেনারকে বলতে শোনা যাচ্ছে, "সৌরভ তিন নম্বর ব্যাটিং পজিশনে ধোনিকে প্রমোট না করলে, ও এত মহান ক্রিকেটার হতে পারত না।"
ইন্ডিয়া টিভিতে শেওয়াগ বলেছেন, "সেই সময় আমরা ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলাম। ঠিক হয়েছিল ভাল ওপেনিং পার্টনারশিপ হলে, সৌরভ তিন নম্বরে ব্যাটিং করতে নামবে। তবে ভাল ওপেনিং জুটি না হলে ইরফান পাঠান, ধোনির মত পিঞ্চ হিটারদের নামানো হবে, যাতে রানরেট ভাল থাকে। সেই সময় সৌরভ সিদ্ধান্ত নেয় ধোনিকে তিন নম্বরে নামানো হবে।"
তিন নম্বরে ব্যাটিং করার সুযোগ পেয়েই ধোনি ব্যাট করার সুযোগ পেয়েই ঝড় তোলেন মাহি। পাকিস্তানের বিপক্ষে ১৪৮, শ্রীলঙ্কার বিপক্ষে মারকাটারি ১৮৩ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন তিনি। শেওয়াগ জানান, সেই নিয়ে সৌরভ তরুণ ক্রিকেটারদের জন্য দ্বিতীয়বার নিজের ব্যাটিং পজিশন ছেড়ে দিয়েছিলেন। তার আগে সৌরভ ওপেনিং স্পট ছেড়ে দেন স্বয়ং শেওয়াগের জন্য।
"খুব কম ক্যাপ্টেনই রয়েছে যে প্ৰথমবার শেওয়াগের জন্য ওপেনার পজিশন থেকে সরে দাঁড়ান। তারপর তিন নম্বর জায়গা ছেড়ে দেন ধোনির জন্য। দাদা এরকম না করলে ধোনি কখনই এরকম মহান হত না। সৌরভ সবসময় তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে ছিল।" বলেন নজফগড়ের নবাব।
শেওয়াগের আরও সংযোজন, "রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বের সময় ধোনি ফিনিশারের রোল পায়। বেশ কয়েকবার ধোনি খারাপ শট খেলে আউট হয়েছিল। একবার দ্রাবিড়ের কাছে বকাও খায় ও। সেই ঘটনার পর থেকে ধোনি নিজেকে আমূল বদলে ফেলে। তারপর দারুণ ফিনিশার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে। যুবরাজের সঙ্গে ও যে জুটি তৈরি করেছিল, তা স্মরণীয় হয়ে থাকবে।"
Read the full article in ENGLISH