Advertisment

Sourav Ganguly in Durga Puja: সৌরভের পাঞ্জাবিতে কি অভয়া কাণ্ডের প্রতিবাদ! হাওড়ায় পুজো উদ্বোধনে গিয়ে ঝড় তুললেন মহারাজ

Sourav Ganguly in Durga Puja inauguration: অভয়া ধর্ষণের প্রেক্ষিতে মন্তব্য করে শিরোনামে উঠে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার পুজো উদ্বোধনেও দেখা গেল তাঁকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Sourav Ganguly on Durga Puja inauguration

হাওড়ার পুজো মন্ডপে সৌরভ গঙ্গোপাধ্যায় (এএনআই স্ক্রিনগ্র্যাব)

Sourav Ganguly in Durga Puja inauguration: আরজি কর-কাণ্ডের ছায়া এবার সৌরভের পুজো উদ্বোধনেও। অন্য পুজোয় যা করেন না, এবার সেটাই করলেন বঙ্গ ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যবার, তাঁকে দেখা যায় রীতিমতো পুজোর পোশাক পরে দুর্গাপুজোর দিনগুলোয় কাটাতে। কিন্তু, এবার আনন্দের মধ্যেও রয়েছে আরজি কর-কাণ্ডের ছায়া।

Advertisment

হাওড়া শিবপুরের মন্দিরতলায় কালো পাঞ্জাবি পরে তাই পুজোর উদ্বোধন করলেন সৌরভ। তিনি বারবার জানিয়েছেন, পুজোর দিনগুলোয় কলকাতায় থাকতেই বেশি পছন্দ করেন। তারপরও দায়িত্ব তাঁকে বাধ্য করেছে পুজোর সময় শহর ছাড়তে। অতীতে ক্রিকেট প্রশাসক হিসেবে তিনি শহর কলকাতার বাইরে থেকেছেন।

কিন্তু, এবারের ব্যাপারটাই আলাদা। আরজি কর-এর ঘটনাকে তিনি 'ছোট্ট ঘটনা' বলে প্রথমে মন্তব্য করেন। যা, সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। পরে অবশ্য সৌরভ জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। শুধু এটুকু বলাই নয়, মেয়ে সানাকে নিয়ে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে যোগও দিয়েছিলেন বাংলা ক্রিকেটের মহারাজ।

সৌরভের পাশাপাশি তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও আরজি কর-কাণ্ডে বিতর্কে জড়িয়েছেন। ডোনা, ধর্ষণের ঘটনার সঙ্গে পুজোর আনন্দকে আলাদা করে দেখাতে চেয়েছিলেন। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। কার্যত তিনিও ধর্ষণকে তুচ্ছ ঘটনা বলে বোঝানোর চেষ্টা করেছেন, এই অভিযোগে সরব হয় সোশ্যাল মিডিয়া।

এরপরই ডোনার একটি নাচের অনুষ্ঠান বাতিল হওয়ায়, সেই বিতর্ক তুঙ্গে ওঠে। সৌরভকে সাধারণত প্রতিবার তাঁর পাড়া, বড়িশা প্লেয়ার্স কর্নার-এর পুজোয় দেখা যায়। এবারও তিনি পাড়ার পুজোর উদ্বোধন করেছেন। কিন্তু, তার আগে মন্দিরতলার পুজোয় গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে কালো পাঞ্জাবিতে পুজো উদ্বোধন করতে দেখা গিয়েছে।

এবার, মন্দিরতলার ওই পুজো শতবর্ষে পা দিয়েছে। সৌরভ পুজো উদ্বোধনের পর সাংবাদিকদের বলেন, 'আমি সাধারণত দুর্গাপুজো উদ্বোধন করি না। এবছর এটাই পাড়ার বাইরে আমার প্রথম এবং শেষ দুর্গাপুজো উদ্বোধন।' আরজি কর ইস্যুতে বর্তমানে উত্তাল রাজ্য। বিরোধী দলগুলো প্রায়ই নানা অভিযোগ তুলছে।

জুনিয়র ডাক্তাররাও আন্দোলন চালাচ্ছেন। এই পরিস্থিতিতে আরজি করের ভয়াবহ ঘটনায় যে তিনিও শোকার্ত, পুজোর আনন্দের মধ্যেই তা কার্যত কালো পাঞ্জাবি পরে পুজো উদ্বোধন করে বোঝানোর চেষ্টা করলেন সৌরভ।

Sourav Ganguly Cricket News Devi Durga Durga Puja Durgapuja Durga Puja 2024 RG Kar Medical College RG Kar Case RG Kar Case
Advertisment