পুজোর কলকাতায় এবার লর্ডস এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। মিশে গেল সব একসঙ্গে। অভিনব ভাবনা নিয়ে এবার দুর্গাপুজোয় আবির্ভাব ঘটল গড়িয়া নবদুর্গা পুজো কমিটির। পুরোনো স্মৃতি টাটকা করে দিল পুজো উদ্যোক্তারা।
যেখানে পুজো প্যান্ডেলের পাশেই লর্ডস আকৃতির ব্যালকনি বানানো হল। ২০০২-এ ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে কাইফ-যুবরাজের ঐতিহাসিক ইনিংসে স্মরণীয় জয় এখন ভারতীয় ইনিংসের লোকগাঁথা। ভারতের স্মরণীয়তম জয়ের মধ্যে লর্ডসের ন্যাটওয়েস্ট বিজয় অন্যতম।
সেই ফাইনাল জয়ের পরেই লর্ডসের ব্যালকনি থেকে রাতারাতি শার্ট উড়িয়ে ক্রিকেট বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিলেন বাংলার মহারাজ।
সৌরভের সঙ্গেই গড়িয়ার পুজোয় অতিথি ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (এক্সপ্রেস ফটো, পার্থ পাল)
ঠিক তার আগেই ভারতের মাটিতে সিরিজ ড্র করার পর ইংরেজ তারকা অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফ ওয়াংখেড়েতে জামা খুলে উড়িয়েছিলেন। তারই পাল্টা দেন সৌরভ লর্ডসের মাঠে দাদাগিরি দেখিয়ে।
দু-দশক আগের সেই স্মরণীয় মুহূর্ত হাজির হয়ে গেল গড়িয়া নবদুর্গা পুজো কমিটির হাত ধরে। যেখানে সৌরভ স্বয়ং এলেন। হাজির হলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও।