প্রতিদিন ১০ হাজার লোককে খাওয়াবেন, ইসকনে গিয়ে ঘোষণা সৌরভের

এর আগে বেলুড় রামকৃষ্ণ মিশনে গিয়ে সৌরভ দরিদ্রদের সেবায় ৫০ হাজার কেজি চাল তুলে দিয়েছিলেন।

এর আগে বেলুড় রামকৃষ্ণ মিশনে গিয়ে সৌরভ দরিদ্রদের সেবায় ৫০ হাজার কেজি চাল তুলে দিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বেলুড় মঠে আগেই পা পড়েছিল মহারাজের। এবার ইসকনে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিদিন ইসকন এই কঠিন পরিস্থিতিতে ১০ হাজার দরিদ্রকে খাবার বিতরণ করে থাকে। তবে সৌরভের সাহায্যের পর সেই সংখ্যা এবার ২০ হাজারে পৌঁছে গেল।

Advertisment

বোর্ডের বর্তমান সভাপতি এদিন শনিবার মাস্ক, গ্লাভস পরে শহরের ইসকন সেন্টারে হাজির হয়েছিলেন। সেখানেই নিজের সাহায্যের কথা জানান তিনি।

Advertisment

ইসকনের মুখপাত্র ও সহ সভাপতি রাধারমণ দাস এদিন বলেন, "ইসকন থেকে প্রতিদিন আমরা ১০ হাজার লোকের খাওয়ার বন্দোবস্ত করি। এবার আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সৌরভ দা। এর ফলে আমরা ২০ হাজার লোকের মুখে অন্ন তুলে দিতে সমর্থ হব।"

এর আগে বেলুড় রামকৃষ্ণ মিশনে গিয়ে সৌরভ দরিদ্রদের সেবায় ৫০ হাজার কেজি চাল তুলে দিয়েছিলেন। সৌরভ জানান, "করোনা মানুষের সামনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দিয়েছে। সংকটের মুহূর্তে অন্যতম কঠিন লড়াইটা লড়ছেন দিন আনা দিন খাওয়া শ্রমিকরা।"

রাধারমণ দাস পরে বলেন, "আমি দাদার ক্রিকেটের বড় ভক্ত। টিভিতে ওঁর অনেক ইনিংস দেখেছি। তবে প্রতিদিন ১০ হাজার মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ইনিংসটা সেরা।"

জানা গিয়েছে গোটা দেশে ইসকনের তরফ থেকে প্রতিদিন ৪ লক্ষ মানুষকে খাবার দেওয়া হচ্ছে

Sourav Ganguly