বুধবারই আইপিএলের জন্য দুবাই রওনা হলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৯ তারিখে শুরু হচ্ছে আইপিএলে। দেশে এখনও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। সেই কারণে বিদেশে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয়েছে বোর্ড। শুরুর আগে জৈব সুরক্ষা বলয় কেমন হয়েছে, তার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সৌরভ পাড়ি দিলেন মরু দেশে।
মহারাজ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, "শেষ ছয় মাসে আমার প্রথম ফ্লাইট। পাগল জীবন এভাবেই বদলে যায়।" সেই ছবিতে সৌরভকে দেখা গিয়েছে মাস্কের সঙ্গে ফেস শিল্ড পড়ে থাকতে। আইপিএলের এসওপি-তেই রয়েছে বিমানে যাত্রা করার সময় ফেস শিল্ড বাধ্যতামূলক। সেই নিয়ম মেনেই দুবাই চললেন সৌরভ।
আরো পড়ুন: এখনও সৌরভের কথা মনে রেখেছেন কেকেআর কোচ! জানিয়ে দিলেন সেকথা
অক্টোবর-নভেম্বরে টি২০ বিশ্বকাপ ছিল। সেই টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় সেই উইন্ডোতে আইপিএল আয়োজন সহজ হয়েছে বিসিসিআইয়ের কাছে। এপ্রিল-মে মাসে আইপিএল আয়োজনের কথা ছিল। তবে কোভিড পরিস্থিতির জন্য টুর্নামেন্ট আয়োজনই অনিশ্চিত হয়ে পড়েছিল। চলতি বছরে আইপিএল আয়োজন না করতে পারলে ৪০০ কোটি টাকা ক্ষতি হতে বোর্ডের। ব্রিজেশ প্যাটেল সহ আইপিএলের অন্যান্য আধিকারিকরা ইতিমধ্যেই দুবাই পৌঁছে গিয়েছেন।
টুর্নামেন্ট জৈব সুরক্ষা বলয়ের মধ্যে খেলার আয়োজন করলেও বেশ কিছু কোভিড আক্রান্তের হদিশ মিলেছে। সিএসকেতেই দুই ক্রিকেটার সহ ১১ জন স্টাফ মেম্বার কোভিডে আক্রান্ত হন।
আপাতত দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে। তবে টুর্নামেন্টের পরের পর্বে কোভিড অবস্থা বিবেচনা করে বেশ কিছু দর্শকদের প্রবেশে অনুমতি দেওয়া হবে। টুর্নামেন্ট তিন ভেন্যুতে খেলা হচ্ছে- দুবাই, আবু ধাবি এবং শারজা।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন