/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/Sourav-kohli-4.jpg)
ঝড় তুলে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হারের পর মহারাজ সটান বলে দিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটের তুলনায় আইপিএল অনেক কঠিন। যে বক্তব্যের পর ক্রিকেট মহলের একাংশে সৌরভ প্রবল সমালোচিতও হয়েছেন।
আর সেই সাক্ষাৎকারে আরও একটা কারণে শিরোনামে উঠে এসেছেন সৌরভ। সম্প্রতি সৌরভের সেই সাক্ষাৎকারের সেই ভিডিওর একটি অংশ ভাইরাল হয়েছে। যেখানে সৌরভকে সরাসরি বলতে শোনা যাচ্ছে, "বিরাট, আইপিএল জেতা এত সহজ নয়।" ভুল বশত, শোয়ের সঞ্চালককেই সৌরভ 'বিরাট' বলে ডাকেন। সঙ্গেসঙ্গেই নিজের ভুল বুঝতে পেরে নিজের বক্তব্য সংশোধন করে দেন সৌরভ। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ধোনির প্রশংসা শুনেই জ্বলে উঠল গা! কুরুচিকরভাবে বিতর্কের দাবানল জ্বালিয়ে দিলেন হরভজন
আজতক-কে দেওয়া সাক্ষাৎকারে সৌরভের মত ছিল, বিশ্বকাপ জেতার থেকেও আইপিএল জেতা আরও কঠিন। মহারাজের যুক্তি, “আইপিএল জেতা মোটেই সহজ নয়। বিশ্বকাপ জেতার থেকেও আইপিএল জেতা বরং আরও কঠিন। ১৪ ম্যাচ খেলে প্লে অফে কোয়ালিফাই করতে হয়। ১৭ টা ম্যাচ জিতলেই একমাত্র চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। ওয়ার্ল্ড কাপে তো ৪-৫টে ম্যাচ খেলেই সেমিতে পৌঁছনো যায়।"
Sourav Ganguly is a simple person. Jo dil me hota hai, vohi muh pe pic.twitter.com/lk38NMFhE8
— Rajabets India🇮🇳👑 (@smileandraja) June 17, 2023
সেই বক্তব্যই এবার আলোচনার চূড়ায় উঠে এল অন্য কারণে। ঘটনা হল, বিরাট কোহলির ট্রফি ক্যাবিনেটে আইসিসি খেতাবের সঙ্গে নেই কোনও আইপিএল ট্রফিও। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত টানা নয় বছর আরসিবিকে নেতৃত্ব দিয়ে একবারও খেতাব জেতাতে পারেননি। ২০১৬-য় আরসিবি ফাইনালে পৌঁছলেও ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদের কাছে পরাজিত হয়েছিল শেষমেশ।
টানা ব্যর্থতার দায় নিয়ে ২০২১ আইপিএল শুরুর আগেই কোহলি জানিয়ে দেন, তিনি আরসিবি নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন। তারপরে বর্তমানে আরসিবি ফাফ দু প্লেসিসের নেতৃত্বে আইপিএলে অংশ নিচ্ছে। কয়েক সপ্তাহ আগে শেষ হওয়া আইপিএলে আরসিবি আরও একবার প্লে অফের আগেই মুখ থুবড়ে পড়েছে।
যাইহোক, সৌরভ নিজেও অবশ্য আইপিএল খেতাব জয় করতে পারেননি। কেকেআর এবং পুণে ওয়ারিয়র্সের হয়ে আইপিএলে নেতৃত্ব দিয়েছেন বেশ কয়েজ বছর। তবে একবারই লিগ হয় করতে পারেননি।