Advertisment

হোটেলে সৌরভের সঙ্গে ধোনি! ছবি ঘিরে হুলুস্থূল পড়ে গেল ক্রিকেট দুনিয়ায়

রাজপুত্রের সঙ্গে দেখা হয়ে গেল মহারাজের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এই সেই ছবি ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। ছবি পোস্ট করা হয়েছিল সিএসকের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে। ক্যাপশনে লেখা হয়েছিল, "রাজপুত্রের যখন রাজার রাজার সঙ্গে দেখা হয়ে গেল!"

Advertisment

ভারতীয় ক্রিকেটে তর্কাতীতভাবে সেরার সেরা দুই ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ধোনি। বিরাট কোহলিও নেতা হিসেবে বেশ সফল। যাইহোক, ধোনি সিএসকে ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেবেন আসন্ন আইপিএলে। ২০২২ সিজনে সিএসকের ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। তবে মরসুমের মাঝপথেই জাদেজাকে সরিয়ে পুনরায় ধোনিকে ক্যাপ্টেন করা হয়।

গত বছর ১০ দলের টুর্নামেন্টে সিএসকে নবম স্থানে ফিনিশ করে। ব্যর্থতার পাহাড়ের মধ্যে ধোনি গত আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামার সমর্থকদের প্রতিশ্রুতি দিয়ে বলে দিয়েছিলেন, "পরের সিজনে মোটেই এরকম হবে না। একদম প্ৰথম থেকে শুরু করার মত বিষয় হবে।"

ধোনির নেতৃত্বের মিদাস টাচ পুনরায় সাফল্যের সরণিতে ফিরিয়ে আনবে সিএসকেকে, এমনটাই আশা টিম ম্যানেজমেন্টকে। গত ডিসেম্বরে কোচিতে মিনি নিলাম থেকে সিএসকে ১৬.২৫ কোটি টাকা খরচ করে কিনেছে বেন স্টোকস। ইংরেজ তারকার সংযোজন চেন্নাইকে যে আরও শক্তিশালী করেছে, তা নিয়ে সন্দেহ নেই।

অন্যদিকে, সূত্রের খবর, সৌরভ দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেট ডিরেক্টর হিসাবে যোগ দিয়েছেন। ২০১৯ সিজনে সৌরভ মেন্টর হিসাবে রাজধানী শহরের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন। বোর্ড সভাপতি হিসেবে সৌরভের জমানা শেষের পরে তাঁর মেয়াদ বাড়ানো হয়নি। সৌরভের পরে বোর্ড সভাপতি হয়েছেন রজার বিনি।

Read the full article in ENGLISH

Sourav Ganguly Chennai Super Kings CSK MS DHONI Mahendra Sing Dhoni IPL
Advertisment