"ফিনিশার ধোনি এখন ফিনিশড!" ঠিক এই মর্মেই এমএসডি-র সমালোচকরা তাঁকে চলতি বিশ্বকাপে ধুয়ে দিচ্ছেন। ইংল্যান্ডের বিরুদ্ধেও ধোনি সমালোচিত। ছ'নম্বরে ব্যাট করতে নেমে ৩১ বলে ৪২ রানের ইনিংসে খেলেছিলেন ধোনি। কিন্তু তাঁর মধ্যে সেই চেনা মেজাজটাই পাওয়া যায়নি। চারটি চার ও একটি ছয়ে সাজানো ইনিংস ছিল অত্যন্ত মন্থর। এমনটাই দাবি অনেকের। এমনকী ধোনি রান তাড়া করতে নেমে অনেক ডট বল খেলেছেন বলেও অভিযোগ এসেছে। শেষ ১০ ওভারে ভারতের ব্যাটিং নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে।
মাহির ব্যাটিংয়ের সময় কমেন্ট্রি বক্সে ছিলেন ইংল্যান্ডের ও ভারতের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন ও সৌরভ গঙ্গোপাধ্যায়। নাসির মাইক্রোফোন হাতে নিয়ে সৌরভকে বললেন, "আমি অবাক হয়ে যাচ্ছি। এটা কী চলছে। এরকম খেলা ভারতের থেকে প্রত্যাশিত নয়। কী করছে তারা! ফ্যানেরাও তো মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। ধোনির থেকে তাঁরা মার দেখতে চায়। এরকম ইনিংস নয়। বিশ্বকাপের প্রথমসারির দু'টো দল খেলছে। একটা ঝুঁকি তো নিতেই হবে। ফ্যানেদের কথা ভেবেই আরও বেশি কিছু করতে হবে। লড়াইটা দেখতে পারছি না"
আরও পড়ুন: ব্রিটিশদের বিরুদ্ধে কোহলি-রোহিতের রেকর্ডের ছড়াছড়ি
নাসিরের বক্তব্য শুনে সৌরভ বললেন, "আমি এর ব্যাখ্যা দিতে পারব না। আমার কাছে এই সিঙ্গল রানগুলোর কোনও যুক্তি নেই। ৩৩৮ রান তাড়া করছি, হাতে এখনও পাঁচ উইকেট আছে। এটা একটা মাইন্ডসেটের ব্যাপার। একটা বিষয় পরিষ্কার বুঝে নেওয়া প্রয়োজন। এরকম পরিস্থিতিতে যাই হয়ে যাক না কেন, চার মারতেই হবে। কোনও ভাবেই ডট বল নয়।"
এখানেই শেষ নয়, সৌরভ আরও বলেন, প্রথম ১০ ওভার আর শেষ ৬ ওভারই ফারাক গড়ে দিয়েছে। সৌরভ আশাবাদী যে ভারত এই হার খতিয়ে দেখবে। কারণ এই বিশ্বকাপে তারা দুরন্ত ফর্মে রয়েছে। সৌরভের সংযোজন, "আমি খুশি হতাম যদি ভারত ৩০০ রানে অলআউট হয়ে যেত। এরকম পরিস্থিতি ভবিষ্যতেও আসতে পারে। কিন্তু শেষ ১০ ওভারে সাফল্যের রাস্তা খুঁজে বার করতেই হবে।"