Advertisment

ক্রিকেট সবাই চালাতে পারে, ফুটবল চালাতে ভালবাসা দরকার, বললেন সৌরভ

গতকাল মোহনবাগান দিবসে ক্লাব তাঁবুতে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের হাতে আজীবন সদস্য়পদ তুলে দেওয়া হয়। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান সিএবি প্রেসিডেন্ট মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে মন জয় করে নেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav ganguly on Eastbengal-Mohunbagan:

ইস্ট-মোহন নিয়ে মহারাজকীয় মন্তব্য়, সৌরভ বললেন ক্রিকেট সবাই চালাতে পারে

মোহনবাগান দিবসে ক্লাব তাঁবুতে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের হাতে আজীবন সদস্য়পদ তুলে দেওয়া হয়। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান সিএবি প্রেসিডেন্ট এই অনুষ্ঠানে নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরেই এসেছিলেন। তাঁর টিভি শো 'দাদাগিরি'র শুটিংয়ের জন্য় রাজারহাট থেকে মোহনাবাগান মাঠে আসতে তাঁর দেরি হয়ে যায় বলেই জানান সৌরভ। কিন্তু মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে মন জয় করে নিলেন মোহনবাগানের মহারাজ।

Advertisment

সৌরভ এই অনুষ্ঠানে এসেই বলেন, "এই মঞ্চে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল নিয়ে কথা বলা ঠিক হবে না। কিন্তু সবার ওপরে খেলা। ইস্টবেঙ্গল-মোহনবাগান আজ ভারতীয় ফুটবলকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, যে ভারতের ফুটবল বেঁচে আছে এই দুই ক্লাবের জন্য়। মহামেডান স্পোর্টিং আগে এই জায়গায় ছিল। আজ হয়তো সেই জায়গায় নেই। কিন্তু এই ক্লাবগুলোর কথা ভুললে চলবে না।"

আরও পড়ুন: জমজমাট মোহনবাগান দিবস, প্রসেনজিতের বড় ঘোষণার পর ফ্যানেদের মন জয় দেবশঙ্করের

সৌরভ একই সঙ্গে এও বলেন যে, ক্রিকেটের থেকে ফুটবল পরিচালনার কাজটা অনেক বেশি কঠিন। সৌরভের ব্য়াখ্য়া, "ক্রিকেট তো সবাই চালায়। উল্টোদিকের ফুটপাথ থেকে আমিও চালাই। ভারতে ক্রিকেট চালানোটা খুব একটা কষ্টের নয়। খেলাটাই এমন। মানুষের ভালবাসা, স্পনসরশিপ তো রয়েছেই। ভারতীয় বোর্ড যেভাবে খেলাটা চালিয়েছে, তাতে আরও সহজ হয়ে গিয়েছে। কিন্তু ভালবাসা ছাড়া এভাবে বছরের পর বছর ফুটবল চালিয়ে যাওয়াটা সম্ভব নয়।"

এদিন সৌরভ ছাড়াও আজীবন সদস্যপদ দেওয়া হয় প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী, প্রাক্তন হকি খেলোয়াড় ভেস পেজ, এবং দুই ভিন্ন ক্ষেত্রের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবশঙ্কর হালদারকে। চুনি গোস্বামী শারীরিক অসুস্থতার কারণে মঞ্চে উঠতে পারেন নি। অতিথি আসনে বসেই ক্লাবের সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে আজীবন সদস্যপদ গ্রহণ করেন।

Football East Bengal Mohun Bagan Sourav Ganguly
Advertisment