Advertisment

কোহলি কবে রানে ফিরবেন! ভারত-পাক ম্যাচের আগে মুখ খুললেন সৌরভ

ভারত পাকিস্তান ম্যাচের আগে এক ইভেন্টে হাজির হয়েছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই ভারত-পাক ম্যাচ নিয়ে মুখ খুললেন সৌরভ।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

২৮ তারিখ প্রতিশোধের ম্যাচ। বদলার ম্যাচ। এশিয়া কাপের মহারণে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। গত বছর টি২০ বিশ্বকাপে হারের ক্ষত নিয়ে খেলতে নামছে টিম ইন্ডিয়া। রবিবারই চনমনে টিম ইন্ডিয়া চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশীয় দখলের লক্ষ্যে এগিয়ে যেতে চাইবে।

Advertisment

তবে মেগা ম্যাচের ৪৮ ঘন্টা আগে আগে এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় বলে দিলেন, "টি২০ এত স্বল্প সময়ের খেলা। এই খেলায় কেউ ফেভারিট নয়। ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ অন্যান্য ম্যাচের মতই। খেলার সময় আমিও বেশ কয়েকবার পাক-যুদ্ধের উত্তেজনায় ভুগেছি। সেটুকুই। পাকিস্তান ম্যাচ কখনই স্পেশ্যাল বলে ভাবিনি। যাঁরা নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলে তাঁদের কাছে এটা অন্যান্য ম্যাচের মতই। রোহিত শর্মা, বিরাট কোহলি সকলেই অভিজ্ঞ প্লেয়ার। প্রত্যেকেই এমন জানে কীভাবে চাপ সামলাতে হয়।"

আরও পড়ুন: IPL-এ চাকরি হারাতে চলেছেন কুম্বলে! বিরাট ঘোষণা আসতে চলেছে শীঘ্রই

টি২০ বিশ্বকাপে ভারতকে শুরুর স্পেলেই ধ্বংস করে দিয়েছিলেন শাহিন আফ্রিদি। তবে ভারতের সেই নেমেসিস এবার থাকছেন না এশিয়া কাপে। সৌরভ অবশ্য জানাচ্ছেন, "দু-একজনের থাকা না থাকা সেভাবে ফ্যাক্টর হয় না। শাহিন আফ্রিদি যেমন থাকছে না, ভারত তো বুমরাকেও পাবে না।"

বিশ্বকাপে ভারত পাকিস্তানের কাছে গত বছর পর্যন্ত অপরাজেয় ছিল। তবে প্ৰথমবার ভারতকে হারতে হয়েছিল দুবাইয়ের ময়দানে। মহারাজ অনুষ্ঠানে নিজের মত জানাতে গিয়ে বলেছেন, "১৯৯৩ সাল থেকে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত। ২০২২-এর আগে পর্যন্ত একবারও ভারত হারেনি। ৩০ বছরে মাত্র একবার হেরেছে। সেটা তো হতেই পারে। দুই দলেই একাধিক এক্স ফ্যাক্টর রয়েছে। ভারতের যেমন রোহিত, হার্দিক, বিরাট, রাহুল রয়েছেন তেমনই পাকিস্তান দলে বাবর আজম, মহম্মদ রিজওয়ান সহ উঠতি অনেক তরুণ প্রতিভা রয়েছে।"

আরও পড়ুন: ক্রিকেট খেলতে চায় চিন-ও! বঙ্গ ক্রিকেটের কাছে সরাসরি সাহায্য চাইলেন চিনা কর্তারা

হার্দিক এবং কোহলির প্রশংসাতেও পঞ্চমুখ বাঙালির আইকন। "কোহলি বড়মাপের ক্রিকেটার। দ্রুত ফর্মে ফিরে আসবে। টি২০-তে স্বল্প সময়ের খেলা হওয়ায় শতরান পাওয়া মুশকিল। তবে আমি নিশ্চিত যে দ্রুতই ওঁকে সেরা ফর্মে পাওয়া যাবে।"

"হার্দিক গত বছর ফিট ছিল না। বোলিং করতে পারেনি। এবার দুর্ধর্ষ ছন্দে রয়েছে। বোলিংও করছে আগের মত।" বলে দিয়েছেন তিনি।

Sourav Ganguly Asia Cup Pakistan Cricket Indian Cricket Team
Advertisment