/indian-express-bangla/media/media_files/2025/05/09/SraIXgrJnEGpLeVwilW2.jpg)
সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রোহিত শর্মা
Rohit Sharma Retirement: বুধবার (৭ মে) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। আর সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) ইতিহাসে এক বর্ণাঢ্য ইতিহাসে পরিসমাপ্তি হল, তা বলা যেতেই পারে। ৩৮ বছর বয়সি এই ক্রিকেটার ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।
KKR playoff chances: আশায় চাষা মরা দশা KKR-এর, কঠিন হলেও কোন অঙ্কে এখনও প্লে-অফে যেতে পারে কলকাতা?
কিন্তু, রোহিত আচমকা কেন এই সিদ্ধান্ত গ্রহণ করলেন, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে তো আবার অন্য রহস্যেরও গন্ধ পাচ্ছেন যে নির্বাচকদের চাপেই নাকি হিটম্যান এমন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছেন। এবার রোহিত শর্মার অবসর প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
সংবাদসংস্থা ANI-কে সৌরভ বললেন, 'রোহিত যে একজন অসাধারণ ক্রিকেটার, তা নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না। কিন্তু, প্রত্যেককেই কোনও না কোনও সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতেই হবে। তবে রোহিত তো এখনও একদিনের ক্রিকেট এবং আইপিএল টুর্নামেন্ট খেলবে। বিসিসিআই-এর কাজই হল ক্রিকেটারদের সাপোর্ট করা। আমি যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিলাম, তখন মনে করা হয়েছিল যে রোহিতই হয়ত টিম ইন্ডিয়ার সেরা অধিনায়ক হতে পারে। সেটা ও হয়ে দেখিয়েছে। বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিজের যোগ্যতার প্রতি সুবিচার করেছে। এছাড়াও একাধিক টেস্ট সিরিজে ও জয়লাভ করেছে।'
Singer Health Update: ভয়ঙ্কর দুর্ঘটনায় অধিকাংশ হাড় ভেঙেছিল, হাসপাতালের বিছানায় কেমন আছেন পবনদীপ?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৩ সালে টেস্ট ক্রিকেটে ডেবিউ হয় রোহিত শর্মার। ভারতের হয়ে তিনি ৬৭ টেস্ট ম্য়াচ খেলেছেন। তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে ৪,৩০১ রান। গড় ৪০.৫৭। এরমধ্যে ১২ শতরান এবং ১৮ হাফসেঞ্চুরি রয়েছে।
টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা সর্বাধিক ২১২ রান করেছেন। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজে তিনি এই ঐতিহাসিক ইনিংস ভারতীয় ক্রিকেট দলকে উপহার দিয়েছিলেন। প্রসঙ্গত, ২০১৩ সালে ডেবিউ টেস্ট ম্য়াচটা রোহিত শর্মা কলকাতার ইডেন গার্ডেন্সে খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্য়াচে তিনি ১৭৭ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন।